পল্লী অঞ্চলে সেতু নির্মাণে তিন হাজার কোটি টাকার সুকুক ইস্যুর সিদ্ধান্ত

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৬ আপডেট: : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৭

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণে ৭ বছর মেয়াদি ৩ হাজার সুকুক ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘শরীয়াহ্ এডভাইজরি কমিটি।’ 

কমিটির সভাপতি ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের (২য় পর্যায়) বিপরীতে ৫ম বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক ইস্যুর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘শরীয়াহ্ এডভাইজরি কমিটি’র ১ম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়। ইসতিসনা ও ইজারা পদ্ধতিতে এ বিনিয়োগ করা হবে। এই সুকুকটি সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে ইস্যু করা হবে বিবেচনায় সুকুকটির নামকরণ ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’ CIBRR-2 Social Impact Sukuk করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে প্রকল্পটির আওতায় বাংলাদেশের ৮টি বিভাগের ৫৮টি উপজেলায় ৮২টি সেতু নির্মাণের কাজ চলমান আছে। নতুন এ সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে মোট ১৭৬৯৭ মিটার সেতু, ৩৮৮০০ মিটার সংযোগ সড়ক ও ৪২৩০ মিটার নদী শাসনের কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। 

প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ও প্রকল্প এলাকার আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং স্বল্প ও দীর্ঘ মেয়াদে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০