ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন চাল খালাস শুরু 

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩
চট্টগ্রাম বন্দরে ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের খালাস শুরু। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের সাইলো সংলগ্ন গমের জেটিতে ভারত থেকে আমদানিকৃত ১১ হাজার মেট্রিক টন সিদ্ধ চালের খালাস শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের এটি চতুর্থ চালান।

শুক্রবার বিকেল ৪টা থেকে চাল খালাসের কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পানামার পতাকাবাহী জাহাজ ‘এইচটি ইউনিট’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। আজ সকাল ১১টার দিকে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে। 

এর আগে পানামার পতাকাবাহী জাহাজটি ভারতের ওড়িশা রাজ্যের ধামরা বন্দর থেকে এসব চাল লোড করে রওনা হয়। উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে বাকি আরো ৩৯ হাজার টন চাল পরে আসবে। 

চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উপ-নিয়ন্ত্রক মোহাম্মদ নাছির উদ্দিন জানান, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে চাল নিয়ে আসা জাহাজটি আজ সকালে সাইলো সংলগ্ন গম খালাসের জেটিতে ভিড়েছে। 

এর আগে জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষ হয়েছে। বিকেল চারটার দিকে খালাস শুরু হয়। সবকিছু ঠিকটাক থাকলে খালাস শেষ হতে চার দিনের মত সময় লাগতে পারে বলে তিনি জানান। 

এর আগে, উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমাদানি করা ২৪ হাজার ৬৯০ মেট্রিক টন চাল নিয়ে গেল বছরের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম বন্দরের আসে জাহাজ ‘এমভি তানাইস ড্রিম’। এটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা প্রথম চালের জাহাজ। এরপর ২৭ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে ১২ জানুয়ারি পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি এসডিআর ইউনিভার্স’ জাহাজটিতে আসে দ্বিতীয় চালান। সবশেষ গত ২৮ জানুয়ারি ১৪ হাজার মেট্রিক টন চাল নিয়ে ভারত থেকে তৃতীয়বারের মতো আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংস্কার ও জুলাই গণহত্যার বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোশাররফ গ্রেফতার
আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করা দরকার তা করা হবে : মৈত্রী পানি বর্ষণ উৎসবে পার্বত্য উপদেষ্টা
বাঞ্ছারামপুরে  নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসা সহায়তায় এগিয়ে এলেন তারেক রহমান
আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
জাফরুল্লাহ চৌধুরী তরুণদের কাছে অক্ষয় ও অমর হয়ে থাকবেন : ফারুক-ই-আজম
মির্জা ফখরুলের সঙ্গে এনফ্রেল প্রতিনিধি দলের সাক্ষাৎ
জাফরুর নতুন কমিটি : অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
দেশের মানুষ হাসিনার দৃশ্যমান বিচার ও সংস্কার দেখতে চায় : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
১০