ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি ঘোষণার পর, বুধবার দেশটির শেয়ারবাজারে ৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখা গেছে।
এই চুক্তিতে গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক হ্রাসের কথা বলা হয়েছে আর এরই প্রেক্ষিতে টোকিওর গাড়ি খাতের শেয়ারের দাম সবচেয়ে বেশি বেড়েছে।
বেঞ্চমার্ক সূচক নিক্কেই ২২৫ সূচক ৩ দশমিক ১৮ শতাংশ বা ১,২৬৫.৭৪ পয়েন্ট বেড়ে ৪১,০৪০ দশমিক ৬৬ ইয়েনে, যেখানে বিস্তৃত টপিক্স সূচকটি ৩ দশমিক ১১ শতাংশ বা ৮৮ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ২,৯২৪ দশমিক ৪২ ইয়েনে পৌঁছেছে।