অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে আরও গভীর বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক স্থাপনে আগ্রহী 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:১৪
অস্ট্রেলিয়ার বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশের বাণিজ্য পরিবেশ পর্যবেক্ষণ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে বাংলাদেশ ভ্রমণ করে। ছবি: সংগৃহীত

ঢাকা, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে বিশেষ করে খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি, পুনর্ব্যবহার এবং বৃত্তাকার অর্থনীতি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী।

আজ অস্ট্রেলিয়ান হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রচেষ্টার অংশ হিসেবে, অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ কমিশনার বেন কারসন অস্ট্রেলিয়ার বাণিজ্য প্রতিনিধিদল নিয়ে গত সপ্তাহে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার সুযোগ অন্বেষণ করতে চট্টগ্রাম সফর করেন। 

সফরকালে, প্রতিনিধিদল খাদ্য প্রক্রিয়াকরণ এবং ডাল ও শস্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ শিল্প খাতের নেতৃবৃন্দ এবং বৃত্তাকার অর্থনীতির ক্ষেত্রে অগ্রণী কোম্পানিগুলির নেতাদের সাথে সাক্ষাত করেন।

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে গ্রিন ফ্যাক্টরির মর্যাদার জন্য স্বীকৃত ইস্পাত প্রস্তুতকারক বিএসআরএম এবং রিসাইক্লিং খাতের প্রতিষ্ঠান পিএইচপি ফ্যামিলি।

প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ান কৃষি পণ্যের স্থানীয় পরিবেশকদের সাথেও আলোচনা করেছে এবং বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্র্যাগরেন্স পরিদর্শন করে, যেখানে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান দি প্রোডাক্ট মেকার্স (টিপিএম) অস্ট্রেলিয়ান পণ্য ব্যবহার করে খাদ্য উপাদান প্রয়োগে উদ্ভাবনের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।

চট্টগ্রাম কমনওয়েলথ যুদ্ধ সমাধিক্ষেত্রে শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে এই সফর শেষ হয়, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রাণ হারানো নয়জন অস্ট্রেলিয়ান সেনাকে সমাহিত করা হয়েছে।

এই সফর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী ঐতিহাসিক এবং মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের একটি শক্তিশালী স্মারক হিসেবে কাজ করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোনের শিক্ষার্থীদের শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
১০