জাইকার আয়োজনে বাংলাদেশে ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৮:৫১

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : জাপানের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে বাংলাদেশে চার দিনব্যাপী বিজনেস ট্যুর সফলভাবে সম্পন্ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

সম্প্রতি ‘আরবান এনভায়রনমেন্টাল বিজনেস স্টাডি ট্যুর’ শীর্ষক এ ট্যুর অনুষ্ঠিত হয়।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পরিবেশগত চ্যালেঞ্জ, টেকসই সমাধানের সার্বিক অবস্থা এবং দেশের দ্রুত বর্ধনশীল ব্যবসা খাতে বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে ধারণা অর্জন করতে নয়টি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ ট্যুরে অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় এক গন্তব্যস্থল হয়ে উঠছে এবং দেশের বাজারে জাপানি প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিও উল্লেখযোগ্য হারে বাড়ছে। তবে দ্রুত নগরায়নের কারণে বাংলাদেশ বিভিন্ন পরিবেশগত সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে রয়েছে- অনিয়ন্ত্রিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, অপর্যাপ্ত বর্জ্যপানি পরিশোধন ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন প্রকল্পের অপ্রতুলতা এবং উচ্চমাত্রায় বায়ু দূষণ।

এই বিজনেস স্টাডি ট্যুরের মাধ্যমে জাইকা কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি পরিশোধন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ জাপানি কোম্পানিগুলোর প্রতিনিধিদের বাংলাদেশের সংশ্লিষ্ট অংশীজনদের সাথে যোগাযোগ স্থাপনের সুযোগ করে দেয়।

সফরকালে প্রতিনিধিদল বাংলাদেশের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে। এর  মধ্যে রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস), স্যানিটারি ল্যান্ডফিল সাইট, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ভূগর্ভস্থ পানি পরিশোধন কেন্দ্র। পাশাপাশি তারা সংশ্লিষ্ট খাতে কাজ করা স্থানীয় প্রতিষ্ঠানগুলোও পরিদর্শন করেন।

সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয় কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানের সঙ্গে সংলাপের মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রকৃত পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করেন।

জাপানের প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি কীভাবে বাংলাদেশের পরিবেশগত এসব সমস্যার সমাধানের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে, এ বিষয়ে তাদের সাথে আলোচনা করেন বাংলাদেশের প্রতিনিধিরা। পাশাপাশি ভবিষ্যতে জাইকার প্রাইভেট সেক্টর পার্টনারশিপ ও এসডিজি বিজনেস সাপোর্টের (জাইকা বিজ) মাধ্যমে অংশীদারিত্ব করার বিষয়েও উৎসাহিত করা হয়।

উল্লেখ্য, জাইকার এ কর্মসূচির মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) টেকসই ব্যবসায়িক মডেল উন্নয়নে ব্যবসায়ীদের সহায়তা প্রদান করা হয়।

জাইকা বাংলাদেশ ও জাপানের মধ্যে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে এসব জরুরি পরিবেশগত সমস্যার সমাধান এবং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পথে এগিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নেটওয়ার্ক তৈরি, জ্ঞান ও দক্ষতা বিনিময় এবং অংশীদারিত্বের সুযোগ ও সম্ভাবনা চিহ্নিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতেই জাইকা এ বিজনেস স্টাডি ট্যুর আয়োজন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কারফিউ শিথিল, খুবিতে দেয়াল-লিখন ও গ্রাফিতি এঁকে প্রতিবাদ 
বিশ্ব বাঘ দিবস উপলক্ষে তীরের শোভাযাত্রা ও আলোচনা সভা
বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই বিপ্লব আমাদের পথ দেখিয়েছে: জবি উপাচার্য
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে চলে হামলা, আহত হন ১২ জন
বগুড়ায় নারী স্বাস্থ্যশিক্ষা প্রসারে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি: মির্জা ফখরুল
তারুণ্যের নেতৃত্ব জাতিসংঘের যুববিষয়ক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা
অ্যাশেজের মাঝামাঝি গোলাপি বলে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ইংল্যান্ড
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ
কুয়েটে ক্লাস শুরু
১০