পোশাকখাতে সহযোগিতার সুযোগ বিষয়ে ডেনমার্কের রাষ্ট্রদূত ও বিজিএমইএ সভাপতির আলোচনা

বাসস
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৯:৩৯

ঢাকা, ২৮ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার আজ রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান অবস্থা, বৈশ্বিক বাজার পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য শিল্পের অগ্রাধিকারসমূহ নিয়ে আলোচনা করেন।

এ সময় বিজিএমইএ সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম এবং পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার বলেন, ডেনমার্ক তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ০.৭ শতাংশ উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি ডেনমার্ক ধারাবাহিকভাবে পূরণ করে আসছে। এমনকি বৈশ্বিক বা অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ, কিংবা অন্যান্য ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট সত্ত্বেও ডেনমার্ক এই প্রতিশ্রুতি বজায় রাখতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

বৈঠকে পোশাক শিল্পের সাসটেইনেবিলিটি ও সার্কুলারিটি ইস্যুগুলোতে এবং শিল্পকে জ্বালানি দক্ষ করে তুলতে ডেনমার্ক ও বাংলাদেশ কীভাবে একসাথে আরও কাজ করতে পারে, সেই সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর জিএসপি প্লাস (জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস প্লাস) সুবিধার সম্মুখীন হওয়া এবং জিএসপি প্লাসের থ্রেশহোল্ডের (নির্দিষ্ট সীমা) সমস্যায় পড়ার বিষয়টি তুলে ধরেন।

তিনি পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে জিএসপি প্লাস থ্রেশহোল্ডের চ্যালেঞ্জ মোকাবিলায় ডেনমার্ক সরকারের সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং ইউরোপীয় ইউনিয়নের নীতি-নির্ধারকদের কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরার জন্য ডেনমার্কের রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

মাহমুদ হাসান খান উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০২৩-২৪ অর্থবছর থেকে ডেনমার্কের বাজারে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমে যাওয়ার প্রবণতা দৃশ্যমান, যা শিল্পের জন্য মোটেও শুভ নয়। তিনি বিষয়টি দেখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের জন্য একটি সমন্বিত আচরণ বিধি (ইউনিফাইড কোড অব কনডাক্ট) প্রণয়নে ব্র্যান্ডগুলোর  সমর্থন আদায়ে উদ্যোগী ভূমিকা পালনের জন্যও ডেনমার্কের রাষ্ট্রদূতকে অনুরোধ জানান। 
তিনি বলেন,একটি সমন্বিত আচরণ বিধি নিরীক্ষা প্রক্রিয়া সহজতর করবে, কারখানার উপর চাপ কমাবে এবং শিল্পকে আরও নৈতিক, টেকসই এবং দায়িত্বশীল করে তুলবে।

বৈঠকে বাংলাদেশের উন্নয়নে এবং বিশেষ করে সবুজ রূপান্তর ও টেকসই অর্থনীতি গঠনে ডেনমার্ক সরকারের গৃহীত চলমান প্রকল্পসমূহ, যেমন ক্রিয়েট,প্যাক্ট, সুইচটুসিই প্রজেক্ট প্রকল্পের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

ডেনমার্কের সহায়তায় বাংলাদেশের বিভিন্ন শিল্প কারখানা বিশেষভাবে পোশাক শিল্পে যে এনার্জি অডিট পরিচালনার কাজ চলছে, তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। এই অডিট থেকে যাতে করে প্রকৃত ডেটা পাওয়া যায়, তার উপর গুরুত্বারোপ করা হয়।

ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার এ ব্যাপারে সহযোগিতা প্রদানে বিজিএমইএ সভাপতিকে অনুরোধ জানান। তিনি বলেন, এই অডিটগুলো কারখানার জ্বালানি ব্যবহারের ধরন বিশ্লেষণ করে এবং কোথায় জ্বালানি সাশ্রয় করা সম্ভব, কোথায় ছাদে সোলার প্যানেল স্থাপন করা সম্ভব, তার সুপারিশ প্রদান করবে এবং বিজিএমইএ ও বিকেএমইএ উভয় সংগঠনের সদস্যরা এতে উপকৃত হবে।

বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার আরও বলেন, পরিচ্ছন্ন ও সবুজ প্রযুক্তিতে ডেনমার্ক বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করছে এবং ডেনমার্ক এই অংশীদারিত্ব আরও বাড়াতে আগ্রহী। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি দক্ষতা, সার্কুলার অর্থনীতি, টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রভৃতি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাংলাদেশের উন্নয়নে, বিশেষ করে পোশাক শিল্পের সবুজ রূপান্তরে অব্যাহত সহায়তা প্রদান করার জন্য ডেনমার্ক সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০