তালিকাভুক্ত কোম্পানিগুলো নীতিমালা পরিপালন করলে পুঁজিবাজারও উপকৃত হবে : ডিএসই পরিচালক

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৫:২৭
ডিএসই’র ট্রেনিং একাডেমি তিন দিনব্যাপী ‘কন্টিনিউইং লিস্টিং রিকোয়ারমেন্টস পোস্ট আইপিও’- শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ছবি: বাসস

ঢাকা, ২৯ জুলাই, ২০২৫ (বাসস) : ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বলেছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলো তালিকাভুক্তি পরবর্তী নিয়ম ও নীতিমালা পরিপালন করলে কোম্পানির বিনিয়োগকারীগণ লাভবান হওয়ার পাশাপাশি পুঁজিবাজারও উপকৃত হবে।

তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে ধারাবাহিকভাবে তালিকাভুক্তির শর্তসমূহ পূরণ করাই সঠিক ও দায়িত্বশীল কর্পোরেট আচরণ। একটি কোম্পানি যখন আইপিও’র মাধ্যমে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়, তখন শুধুমাত্র শেয়ারবাজারে প্রবেশের একটি ধাপ সম্পন্ন করে। তালিকাভুক্তির পর কোম্পানিটিকে নির্দিষ্ট কিছু নিয়ম ও নীতিমালা অনুসরণ করতে হয়। এর মূল উদ্দেশ্য হলো তালিকাভুক্ত কোম্পানিগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্পোরেট সুশাসন নিশ্চিত করা।’

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)’র ট্রেনিং একাডেমি আয়োজিত তিন দিনব্যাপী ‘কন্টিনিউইং লিস্টিং রিকোয়ারমেন্টস পোস্ট আইপিও’- শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার সমাপণী দিনে সনদ বিতরণী অনুষ্ঠানে ডিএসই’র পরিচালক একথা বলেন।

তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগের পূর্বে কোম্পানির আর্থিক প্রতিবেদন, নিয়মিত বার্ষিক সাধারণ সভা, অর্ধবার্ষিক হিসাব ও কোয়াটার্লি হিসাব ইত্যাদি মূল্যায়ন করে বিনিয়োগ করে থাকে।

সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, এফসিএ ও ডিএসই ট্রেনিং একাডেমির উপ- মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান।

তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএসইসি’র পরিচালক মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী, এফসিএ ও ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম কর্পোরেট গভর্নেন্স কোড ২০১৮, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯, বিএসইসি (রাইটস ইস্যু) রুলস ২০০৬, রিভ্যালুয়েশন গাইডলাইনস, ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম এবং কমপ্লায়েন্স ইন লিস্টিং রিকুয়ারমেন্টস এন্ড এনফোর্সমেন্টস বিষয়ে আলোকপাত করেন।

পরে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০