তৃতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিন শেষ

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:২১

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক আজ ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, আলোচনার প্রথম দিন শুরু হয় ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (ঢাকার সময় মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে) এবং শেষ হয় ওয়াশিংটন সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (ঢাকার সময় বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে)।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্ত্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় দিনের আলোচনা আগামীকাল ওয়াশিংটন সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। এছাড়া কিছু কর্মকর্তা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা দলের নেতৃত্ব দেন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চ, যিনি ট্রেড ও ট্যারিফস বিষয়ক দায়িত্বে আছেন।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পুরো আলোচনাপ্রক্রিয়া সমন্বয় করে। 

প্রস্তাবিত ৩৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক সংক্রান্ত চূড়ান্ত এই তৃতীয় দফা আলোচনা অংশ নিতে এস কে বশির উদ্দিনের নেতৃত্বাধীন একটি বাংলাদেশ প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্ধেশ্যে যাত্রা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প-পুতিন বৈঠকে ভালো কিছুই দেখছে না ইউক্রেনীয়রা
লুটপাটকারীরা পাথর চুরি করে পর্যটন শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত: এহসানুল মাহবুব
সিরাজদিখানে বাস্তবায়িত হবে এসেনসিয়াল ড্রাগসের ফার্মাসিউটিক্যালস, ভ্যাকসিন ও এন্টিভেনম প্ল্যান্ট
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ
নতুন প্রজন্ম বিপথগামী হওয়ার প্রধান কারণ মাদক ও মোবাইল : অ্যাডভোকেট বোরহান
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে নিহত ১১
আওয়ামী লীগের মিথ্যা ইতিহাসের মুখোশ উন্মোচন করতে হবে : মঈন খান
আগামী তিনদিনে সিলেটের নদ-নদী পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে
যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী উদযাপিত
৪ শাখার সঙ্গে জরুরি সভা ডেকেছে ছাত্রদল
১০