তৃতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিন শেষ

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৫:২১

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফার শুল্ক আলোচনার প্রথম দিনের বৈঠক আজ ওয়াশিংটন ডিসিতে শেষ হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, আলোচনার প্রথম দিন শুরু হয় ওয়াশিংটনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে (ঢাকার সময় মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটে) এবং শেষ হয় ওয়াশিংটন সময় বিকেল ৫টা ৩০ মিনিটে (ঢাকার সময় বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে)।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্ত্তজা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় দিনের আলোচনা আগামীকাল ওয়াশিংটন সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচনা সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব নাজনীন কাওসার চৌধুরী। এছাড়া কিছু কর্মকর্তা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনা দলের নেতৃত্ব দেন অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডান লিঞ্চ, যিনি ট্রেড ও ট্যারিফস বিষয়ক দায়িত্বে আছেন।

ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পুরো আলোচনাপ্রক্রিয়া সমন্বয় করে। 

প্রস্তাবিত ৩৫ শতাংশ প্রতিশোধমূলক শুল্ক সংক্রান্ত চূড়ান্ত এই তৃতীয় দফা আলোচনা অংশ নিতে এস কে বশির উদ্দিনের নেতৃত্বাধীন একটি বাংলাদেশ প্রতিনিধি দল সোমবার সন্ধ্যায় ওয়াশিংটনের উদ্ধেশ্যে যাত্রা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০