বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৪ লাখ ডলার বিনিয়োগ করবে হানডা

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ২০:৩৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ জুলাই, ২০২৫ (বাসস): চীনা পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ১৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে।

এ লক্ষ্যে আজ ঢাকার বেপজা নির্বাহী দপ্তরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং প্রতিষ্ঠানটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং হানডা (বাংলাদেশ) গার্মেন্টস কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান হ্যাং ঝেলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

প্রতিষ্ঠানটি বছরে ৭ কোটি ২১ লাখ পিছ পুরুষ বা বালক এবং নারী বা বালিকাদের টি শার্ট, ভেস্ট, পলো শার্ট, ওভারকোট, জ্যাকেট, স্যুট, ব্লেজার, ট্র্যাকস্যুট, সুইমওয়্য্যার, বাচ্চাদের পোশাক, ড্রেসিং গাউন ও অন্যান্য পোশাক তৈরি করবে। যার ফলে ১০ হাজার ১১২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

হানডার বিনিয়োগকে স্বাগত জানিয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা দ্রুতই জমি হস্তান্তরের চেষ্টা করবো যেন নির্মাণ কাজ দ্রুত শুরু করা যায়।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমরা ২৪ ঘণ্টা আপনার পাশে থাকব। বাংলাদেশ ব্যাংক, এনবিআর, পরিবেশ অধিদপ্তর কিংবা অন্য যেকোন সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে আমাদের জানাবেন, আমরা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশি শ্রমিকরা পরিশ্রমী ও শান্তিপ্রিয়। তারা শুধু একটু যত্ন চায়। তারা আপনাদের কাছ থেকে যথাযথ মর্যাদা ও সম্মান পাবে সেই আহ্বান জানাচ্ছি।’

হানডা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হান চুন বেপজার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সব প্রস্তুতি শেষ করে আজ আমরা চুক্তি স্বাক্ষর করলাম। এখন আমাদের লক্ষ্য দ্রুত কারখানার নির্মাণ কাজ শুরু করা। আমাদের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।’

তিনি বলেন, ‘আমরা শুধু সাশ্রয়ী শ্রমের মূল্যের খোঁজেই বাংলাদেশে আসিনি, আমরা বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থা নিয়ে আসতে চাই। একটি ডিজিটাল ও স্বয়ংক্রিয় কারখানা গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘আমরা স্থানীয় টিম তৈরি করবো যারা ডিজাইন, ডেভেলপমেন্ট ও কারিগরি পরিচালনায় দক্ষ হবে। এদের মাধ্যমে আমাদের জাপান ও ইউরোপের ক্রেতাদের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে উঠবে।’

তিনি আরো জানান, ‘আমাদের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হিসেবে বাংলাদেশি শ্রমিকরা ভবিষ্যতে আমাদের চীনের হাইনানসহ অন্যান্য দেশে কাজের সুযোগ পেতে পারেন।’

উল্লেখ্য, এখন পর্যন্ত হানডাসহ ৪৩টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে মোট ৯৮৩.৪৮ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে। এর মধ্যে ৫টি শিল্প প্রতিষ্ঠান ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে, আরও ৪টি খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে এবং ২২টি প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলমান। হানডার এই বিনিয়োগ বেপজা অর্থনৈতিক অঞ্চলকে একটি বহুমুখী, উচ্চমূল্যের শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

অনুষ্ঠানে বেপজা এবং হানডা ইন্ডাস্ট্রিজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০