ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২০:১০
ছবি : বাসস

ঢাকা, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : দেশের আর্থিক খাতে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে  বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। 

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের  প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), আর্থিক প্রযুক্তি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন, ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। ভিসার নতুন সেবা প্রদর্শন করেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।

২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে ভিসা। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ফিনটেক, মার্চেন্ট অ্যাকসেপটেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে এক বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকতে পেরে ভিসা গর্বিত। কৌশলগত অংশীদারিত্ব ও অত্যাধুনিক পেমেন্ট সল্যুশন প্রদানের মাধ্যমে আমরা দেশের সাধারণ ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই।’

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
‘পানিভিত্তিক অর্থনীতি’ গড়ে তুলতে চাই : প্রধান উপদেষ্টা
সেরা ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান প্রধান উপদেষ্টার
 জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টার ভাষণের পূর্ণ বিবরণী
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটা গোষ্ঠী উন্মুখ হয়ে আছে : প্রধান উপদেষ্টা
জেনেভায় প্লাস্টিক দূষণবিরোধী চুক্তির আলোচনা শুরু
পিবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
নানা আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে উদযাপিত হলো ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’
ভবিষ্যতে কোনো সরকার যেন আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে হবে : প্রধান উপদেষ্টা
১০