ডিজিটাল অর্থনীতিতে ভূমিকা রাখায় ১৭ কোম্পানিকে সম্মাননা জানিয়েছে ভিসা

বাসস
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২০:১০
ছবি : বাসস

ঢাকা, ৫ আগস্ট ২০২৫ (বাসস) : দেশের আর্থিক খাতে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা জানিয়েছে  বিশ্বব্যাপী ডিজিটাল লেনদেনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা। 

গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের  প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে দেশের ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), আর্থিক প্রযুক্তি, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন, ই-কমার্স, রিটেইলসহ ৬০টিরও অধিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। ভিসার নতুন সেবা প্রদর্শন করেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান।

২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত বিভিন্ন খাতে অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে ব্যাংক, ফিনটেক ও রিটেইল খাতের ১৭টি প্রতিষ্ঠানকে ৩০টি পুরস্কারে সম্মানিত করে ভিসা। দেশের ডিজিটাল অর্থনীতিতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ফিনটেক, মার্চেন্ট অ্যাকসেপটেন্স, ই-কমার্স, ক্রস-বর্ডার পেমেন্টস, ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড অপারেশনস এবং কমার্শিয়াল কার্ডস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।

ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ বলেন, ‘বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার এই গুরুত্বপূর্ণ সময়ে এক বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকতে পেরে ভিসা গর্বিত। কৌশলগত অংশীদারিত্ব ও অত্যাধুনিক পেমেন্ট সল্যুশন প্রদানের মাধ্যমে আমরা দেশের সাধারণ ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই।’

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে পুরস্কার তুলে দেন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০