ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ওজন ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত জনপ্রিয় ওষুধ ওজেম্পিক এবং ওয়েগোভি-র প্রস্তুতকারী ডেনমার্কের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান নোভো নরডিস্ক দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা ৩২ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে ।
কোপেনহেগেন থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিযোগিতায় টিকে থাকার নানা চ্যালেঞ্জের মুখে পড়ার পরেও
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের নিট মুনাফা হয়েছে ২৬.৫ বিলিয়ন ক্রোনার (৪.১ বিলিয়ন মার্কিন ডলার), যেখানে বিক্রয় বেড়েছে ১৮ শতাংশ হয়ে দাঁড়িয়েছে ৭৬ বিলিয়ন ক্রোনার।