বিডা ও ইউএনডিপি’র মধ্যে সমঝোতা স্মারক নবায়ন

বাসস
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৫২
ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ আগস্ট, ২০২৫ (বাসস): বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আজ রাজধানীর বিডা সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করে, যেখানে তাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) নবায়ন চূড়ান্ত করা হয়।

এই নবায়নকৃত স্মারকের আওতায় যুব উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য উভয় সংস্থা একযোগে কাজ করবে। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন।

আশিক চৌধুরী বলেন, ‘বিনিয়োগ সম্মেলন থেকে শুরু করে গভীরতর নীতিগত গবেষণায় আমরা ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছি। আমাদের সামনে আরও অনেক কিছু করার রয়েছে। আমরা এখন আরও বিনিয়োগবান্ধব পদ্ধতির দিকে এগিয়ে যাচ্ছি। বিশেষ করে তথ্য ও প্রযুক্তির একীকরণের মাধ্যমে ইউএনডিপির মতো অংশীদারদের সাথে অব্যাহত সহযোগিতা আমাদের বিশ্বব্যাপী সেরা অনুশীলনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে সাহায্য করবে।’

নবায়নকৃত সমঝোতা স্মারকটি আগামী দুই বছর বিডা ও ইউএনডিপির যৌথ কার্যক্রমকে নির্দেশনা দেবে। এর আওতায় ফিউচার নেশন প্ল্যাটফর্ম এবং বিডার রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস ইউনিট (আরএইউ) এর মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, দায়িত্বশীল ব্যবসা ও দুর্যোগ সহনশীলতা বিষয়ক কর্মকাণ্ড পরিচালিত হবে।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (উপসচিব) মো. মারুফুল আলম এবং সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ। 

ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে আন্তর্জাতিক সংস্কার অভিজ্ঞতা থেকে অর্জিত পাঠসমূহ তুলে ধরেন। ইউএনডিপির বেসরকারি খাতের অংশীদারিত্ব বিশেষজ্ঞ জ্যোতিষ তালুকদার অংশীদারিত্বের মূল অর্জনগুলো উপস্থাপন করেন।

বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) মো. মোখলেসুর রহমান বলেন, ‘জাতীয় অর্থনৈতিক অগ্রাধিকারের লক্ষ্যে টেকসই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ স্থানীয় বিনিয়োগ উন্নয়নের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মুজিব-উল-ফেরদৌসের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অধিবেশন শেষ হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০