ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর তালিকাভুক্তি বিধিমালা অনুসারে ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য ‘বন্ধক রাখা শেয়ার বাজেয়াপ্তকরণ’ বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের উদ্যোগে এবং ডিএসই ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনায় বুধবার কর্মশালাটি হাইব্রিড (অনলাইন ও অফলাইন) পদ্ধতিতে আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই’র পরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, 'শুধু আইন জানলেই হবে না, বরং নৈতিকতার চর্চাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা একটি পরিছন্ন পুঁজিবাজার গড়তে পারবো।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিএসই’র প্রধান পরিচালনা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুর রহমান।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারিগরি অধিবেশনে আলোচনা করা হয়। ডিএসই’র লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মোঃ রবিউল ইসলাম তালিকাভুক্তি নিয়ন্ত্রণ, সিকিউরিটিজ বন্ধক সংক্রান্ত ডকুমেন্টেশন এবং বাজেয়াপ্তির আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সিডিবিএল-এর মহাব্যবস্থাপক (সিডিএস অ্যাপ্লিকেশন ও প্রশিক্ষণ) রাকিবুল ইসলাম চৌধুরী তাঁর বক্তব্যে অঙ্গীকারকৃত ও অঙ্গীকারবিহীন সিকিউরিটিজ, বাজেয়াপ্তকরণ এবং ডিপি অপারেশনের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
এই কর্মশালায় ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান, লিস্টিং অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের কর্মকর্তাবৃন্দ এবং সিডিবিএল প্রতিনিধি ছাড়াও ব্যাংক ও এনবিএফআই খাতের বিভিন্ন পর্যায়ের পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
ডিএসই আশা প্রকাশ করেছে, এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচি পুঁজিবাজার সংশ্লিষ্টদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।