ট্রাম্পের শুল্ক থেকে শতভাগ ‘ছাড়’ পাচ্ছে টিএসএমসি

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৩:৪৮

ঢাকা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১০০ শতাংশ সেমিকন্ডাক্টর শুল্ক থেকে ‘ছাড়’ পাচ্ছে তাইওয়ানের চিপ নির্মাতা জায়ান্ট টিএসএমসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে তাইপে জানিয়েছে যে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক টিএসএমসি-এর ক্লায়েন্টের তালিকায় রয়েছে এনভিডিয়া এবং অ্যাপলের মতো জায়ান্ট প্রতিষ্ঠান।

তাইপে  থেকে এএফপি এ সংবাদ জানায়। 

তাইওয়ানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান লিউ চিন-চিং সংসদে এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রে তাইওয়ানের প্রধান রপ্তানিকারক টিএসএমসি’র নিজস্ব কারখানা থাকায় প্রতিষ্ঠানটি শুল্ক থেকে অব্যাহতি পাচ্ছে। তিনি আরও জানান, তাইওয়ানের অন্যান্য কিছু চিপ নির্মাতা এই ১০০ শতাংশ শুল্কের আওতায় পড়বে। তবে তাদের প্রতিদ্বন্দ্বীরাও একই হারে শুল্কের মুখোমুখি হবে।

লিউ চিন-চিং বলেন, ‘তাইওয়ান বর্তমানে বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পে নেতৃত্ব দিচ্ছে, আর যদি নেতা ও প্রতিযোগীরা একই শুরুর লাইনে দাঁড়ায়, তবে নেতাই নেতৃত্বে থাকবে।
তিনি এটিকে ‘প্রাথমিক মূল্যায়ন’ হিসেবে উল্লেখ করে জানান, সরকার অল্প ও মাঝারি মেয়াদে সহায়তা প্রদানের উদ্যোগ নেবে।

‘আমরা চিপ ও সেমিকন্ডাক্টরের ওপর বিশাল এক শুল্ক বসাতে যাচ্ছি’ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর লিউ চিন-চিং এই মন্তব্য করে।

হোয়াইট হাউসে ট্রাম্প জানিয়েছিলেন, শুল্কের হার হবে ‘১০০ শতাংশ’। তবে তা কার্যকরের নির্দিষ্ট সময়সীমা দেননি।

ট্রাম্প আরও বলেছিলেন, যেসব কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণ করছে বা প্রতিশ্রুতি দিয়েছে, তারা শুল্কের আওতামুক্ত থাকবে।

বিশ্বের অর্ধেকেরও বেশি চিপ এবং প্রায় সব উন্নত মানের সেমিকন্ডাক্টর তাইওয়ানে উৎপাদিত হয়।

টিএসএমসি নিয়ে ট্রাম্পের বক্তব্য বিতর্ক সৃষ্টি করেছে। তিনি বারবার তাইওয়ানকে ‘মার্কিন চিপ ইন্ডাস্ট্রি চুরি’ করার অভিযোগে অভিযুক্ত করেছেন।

তবে টিএসএমসি’ যুক্তরাষ্ট্রে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণার পর অনেকেই আশা করেছিলেন তাইওয়ান নতুন শুল্ক থেকে রক্ষা পাবে।

ট্রাম্পের শুল্ক এড়াতে তাইওয়ান যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বৃদ্ধির, আরও মার্কিন জ্বালানি ক্রয় এবং প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৩ শতাংশের ওপরে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র তাইওয়ানের পণ্যে অস্থায়ীভাবে ২০ শতাংশ শুল্ক আরোপ করেছে। তবে সেমিকন্ডাক্টর এই শুল্কের বাইরে রাখা হয়েছে। বর্তমানে দুই দেশের আলোচকগণ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সানজিদ-সামিউনের নৈপুন্যে দক্ষিণ আফ্রিকাকে হারাল বাংলাদেশের যুবারা
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৭ দিনে মোংলা বন্দরে নোঙর করেছে ৮০টি জাহাজ
নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ বর্ণতুল খাল থেকে উদ্ধার
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে প্রশাসনের অনুদান প্রদান
মাইলস্টোনে নিহত মাসুমা বেগমের ছেলের পড়ালেখার দায়িত্ব নিলেন তারেক রহমান
বৈষম্যবিরোধী আন্দোলনকালে এলেম হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির
মার্কিন সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণে ৫ সৈনিক আহত
সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে যোগ দিলেন প্রধান উপদেষ্টা
লক্ষ্মীপুরে ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন
১০