২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৭ দিনে মোংলা বন্দরে নোঙর করেছে ৮০টি জাহাজ

বাসস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:১০ আপডেট: : ০৭ আগস্ট ২০২৫, ১৬:১৬
মোংলা বন্দর। ছবি : সংগৃহীত

খুলনা, ৭ আগস্ট, ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৭ দিনে মোট ৮০টি বিদেশী বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে, যার মধ্যে ৫১৮টি যানবাহনসহ প্রায় ৫ দশমিক ৫ লক্ষ টন আমদানি ও রপ্তানি পণ্য পরিবহন করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের (এমপিএ) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান বাসস’কে এই পরিসংখ্যান নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত বছরের এই সময়ের তুলনায় এ বছর জাহাজ চলাচল বৃদ্ধি পেয়েছে। 

এই সময়ের মধ্যে বন্দর পরিচালনাকাজ চলাকালে ৪ হাজার ৪৫৯টি টিইইউ কন্টেইনার হ্যান্ডলিং এবং কার ক্যারিয়ার থেকে ৫১৮টি রিকন্ডিশনড যানবাহন খালাস করা হয়েছে। 

মোংলা বন্দরের পরিচালন ক্ষমতা বৃদ্ধির জন্য নেওয়া বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে চলতি অর্থবছরে এ বন্দরে জাহাজ আগমন বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়েছে।

মো. মাকরুজ্জামান আরও জানান. চলমান অর্থবছরের প্রথম মাসে ৬৫টি বাণিজ্যিক জাহাজ বন্দরে এসেছে এবং গত ৬ আগস্ট তারিখের মধ্যে অতিরিক্ত ১৫টি জাহাজ নোঙর করেছে। এই জাহাজগুলোর বেশিরভাগই ছিলো পানামা, লাইবেরিয়া, মঙ্গোলিয়া, সিঙ্গাপুর ও ভিয়েতনামের পতাকাবাহী জাহাজ।


লাইবেরিয়ার পতাকাবাহী এম ভি রুইয়ান ছাড়া সকল জাহাজ লোডিং এবং আনলোডিং কার্যক্রম সম্পন্ন করেছে। পাওয়ার গ্রিড কোম্পানির জন্য নির্ধারিত ২১ হাজার ৭০০ টন যন্ত্রপাতি আনলোড করতে অপেক্ষমান এম ভি রুইয়ান বর্তমানে ৯ নম্বর জেটিতে অবস্থান করছে।

দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য প্রবেশদ্বার হিসেবে মোংলা বন্দর জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 

এটি লাখ লাখ কর্মসংস্থানের সৃষ্টি করছে এবং খাদ্যশস্য, সিমেন্ট কাঁচামাল, ক্লিংকার, সার, অটোমোবাইল, যন্ত্রপাতি, চাল, গম, কয়লা, তেল, পাথর, ভুট্টা, তৈলবীজ, গুড় ও এলপিজি গ্যাসসহ বিস্তৃত আমদানি পরিচালনা করছে।

রপ্তানির দিকটি ধরলে মোংলা বন্দর সাদা মাছ, চিংড়ি, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, কাঁকড়া, ক্লে টাইলস, রেশম কাপড় এবং সাধারণ পণ্য পরিবহন করে। 

২০২২ সালের ২৮ জুলাই থেকে গার্মেন্টস এর পণ্য রপ্তানি করতে এবং ২০২৩ সালের ১২ ডিসেম্বর থেকে হিমায়িত ফল আমদানিতেও সহায়তা করেছে বন্দরটি।

২০২৪-২৫ অর্থবছরে, মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) ১০ দশমিক ৪১ মিলিয়ন টন পণ্য পরিবহনের মাধ্যমে ৩৪৩ দশমিক ৩৩ কোটি টাকা রাজস্ব আয় করে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এতে এ বন্দরের নিট মুনাফা দাঁড়িয়েছে ৬২ দশমিক ১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা ২০ দশমিক ৫ কোটি টাকার চেয়ে ২০৩ দশমিক ৪৯ শতাংশ বেশি।

একই সময়ে, মোংলা বন্দর ১১হাজার ৫৭৯টি রিকন্ডিশনড যানবাহন আমদানি করেছে এবং মোট ২১ হাজার ৪৫৬টি টিইইউ কনটেইনার পরিচালনা করেছে, যা এর ২০ হাজার টিইইউ লক্ষ্যমাত্রাকেও অতিক্রম করেছে।

আর এর মোট পরিচালিত পণ্যের পরিমাণ ১০ দশমিক ৪১২ মিলিয়ন টন, যা বন্দর কর্তৃপক্ষের ৮ দশমিক ৮৮ মিলিয়ন টনের লক্ষ্যমাত্রাকেও ছাড়িয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তারেক রহমান দেশে ফিরছেন আগামী ২৫ ডিসেম্বর
শামীম নির্বাচিত হলে হাতিয়া মাথা উঁচু করে দাঁড়াবে : আমীর খসরু
ওসমান হাদির ভাইয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ, সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
১০