ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ শিরোনামকে সামনে রেখে আগামী শনিবার উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫।
ওইদিন বিকেল ৫ টায় রাজধানীর নাটক সরণিতে (বেইলি রোড) বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করা হবে। শিরোনামের সঙ্গে মিল রেখে এই উৎসবের উদ্বোধন করবেন ১০০ জন নাট্যদর্শক এবং সাথে থাকবেন মঞ্চাভিনেত্রীরা। ঢাকা মহানগর নাট্য পর্ষদের আয়োজনে এই উৎস অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার পর্ষদের আহ্বায়ক ঠান্ডু রায়হান ও সদস্য সচিব কামাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এদিকে পর্ষদের পক্ষে নাট্যজন মো. আকতারুজ্জামান জানিয়েছেন, ঢাকার মঞ্চে দর্শক উপস্থিতি বাড়াতে ও নতুন দর্শক সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা মহানগর নাট্যোৎসব ২০২৫। এই উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে এক টিকিটে ১৪ নাটক। অর্থ্যাৎ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১৪ দিনে দর্শক ১৪টি নাটক উপভোগ করতে পারবেন একই টিকিটে।
সময় নাট্যদলের প্রধান মো. আকতারুজ্জামান জানান, এই ‘সিজন টিকিট’ পাওয়া যাবে মাত্র এক হাজার টাকায়। এছাড়া প্রতিদিনের টিকিটও পাওয়া যাবে মান ভেদে ৫০০, ৩০০ ও ২০০ টাকায়। অগ্রিম টিকিট সংগ্রহ করা যাবে ০১৭০১২২৪৯৯৯ (বিকাশ) নাম্বারে যোগাযোগ করে।
তিনি জানান, উৎসবের প্রথম পর্যায়ের এই নাটকগুলো মঞ্চস্থ হবে রাজধানীর নাটক সরণীতে (বেইলী রোড) অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। প্রদর্শনী শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭ টায়।
তিনি বলেন, করোনা অতিমারীর পর থেকে সব কিছু স্বাভাবিক হলেও মঞ্চনাটকের প্রদর্শনী এখনো স্বাভাবিক অবস্থায় আসেনি। বিগত দুই বছরে বেশ কিছু নতুন নাটক মঞ্চে আসলেও দর্শকসংখ্যা তেমন বাড়েনি বরং ক্রমেই দর্শক সংকট বেড়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে, নাট্যদলগুলো ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত নাট্যদলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। পর্যায়ক্রমে মোট ৮৫টি নাট্যদলের ৮৫টি নাটক নিয়ে বিভিন্ন মঞ্চে এই উৎসব উদযাপিত হবে।