অসুস্থতার কারণে লিমার কনসার্ট বাতিল করেছেন শাকিরা

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩ আপডেট: : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১০

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ায় রোববার পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠেয় তার কনসার্ট বাতিল করেছেন শাকিরা। সাত বছরের মধ্যে এই প্রথম বিশ্বব্যাপী সফর শুরু করার কয়েক দিনের মধ্যেই এটি ঘটেছে। লিমা থেকে এএফপি এখবর জানায়। 

৪৮ বছর বয়সী কলম্বিয়ান তারকা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন যে পেটে ব্যথা নিয়ে তিনি শনিবার রাতে হাসাপাতালের জরুরি বিভাগে গিয়েছিলেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

তিনি বলেন, ‘আমি বর্তমানে যে ডাক্তারদের চিকিৎসাধীন আছি তারা জানিয়েছেন যে আজ সন্ধ্যায় পারফর্ম করার জন্য আমার অবস্থা ভালো নয়।’

তিনি আরও বলেন, ‘আজ মঞ্চে উঠতে না পেরে আমি খুবই দুঃখিত। আমি পেরুতে আমার অসাধারণ ভক্তদের সাথে পুনরায় মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ 

তিনি আশা প্রকাশ করে বলেন, সোমবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে তিনি পুনরায় তার সফর শুরু করবেন।

সেরা ল্যাটিন পপ অ্যালবামের জন্য গ্র্যামি পুরস্কার পাওয়ার কয়েকদিন পরই রিও ডি জেনিরোতে তার সফর শুরু করেন এই গায়িকা ও গীতিকার। এই অ্যালবামটি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে নির্বাসনের মুখোমুখি হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উদ্দেশ্যে উৎসর্গ করেন।  

সর্বকালের অন্যতম জনপ্রিয় ল্যাটিন শিল্পী শাকিরার জুনের শেষ নাগাদ ল্যাটিন আমেরিকায় প্রায় ৫০টি তারিখে এবং তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় আরও অনেক তারিখে পারফর্ম করার কথা রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফেডের জন্য স্বাধীন পর্যালোচনা দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী
নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী
দুর্নীতির তদন্তের আওতায় চীনের সিকিউরিটিজের সাবেক প্রধান
গাজার ত্রাণ নৌযাত্রায় যোগ দেবেন ম্যান্ডেলার নাতি
বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন
ফ্যাসিবাদের কোন ষড়যন্ত্রই সফল হবে না: আদিলুর রহমান খান
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
নারী ফুটবল সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখছেন কামরুন্নাহার মুন্নি
পটুয়াখালীতে যৌথ অভিযানে মাদক ও জাল নোটসহ বৈদেশিক মুদ্রা জব্দ
দেশে গভীর চক্রান্ত চলছে: রিজভী
১০