ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন (এফএফএসবি) এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি এবং চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভীর স্মরণসভার আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ।
স্মরণসভাটি আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা শিশুসাহিত্যিক কাইজার চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
সংগঠন সূত্র জানায়, স্বেমি গত ১২ ফেব্রুয়ারি এবং হায়দার রিজভী গত ৯ ফেব্রুয়ারি মারা গেছেন। খুব কাছাকাছি সময়ের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের জ্যেষ্ঠতম দুইজনের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্রচর্চায় নিবেদিত সকলে গভীরভাবে শোকাহত। দেশের চলচ্চিত্র সংস্কৃতির গুণগত বিকাশে লাইলুন নাহার স্বেমি এবং চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী প্রায় ছয় দশক ধরে সক্রিয় অবদান রেখেছেন। দেশের চলচ্চিত্র অঙ্গন তাদের শূন্যতা অনুভব করছে এবং এই শূন্যতা কখনো পূরণ হবে না।
বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সংগঠক, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের জেষ্ঠ্যকর্মী ও সভাপতি ছিলেন লাইলুন নাহার স্বেমি। চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্রকার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা ছিলেন হায়দার রিজভী।