আগামীকাল লাইলুন নাহার ও হায়দার রিজভীর স্মরণসভা 

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলন (এফএফএসবি) এর সভাপতি স্থপতি লাইলুন নাহার স্বেমি এবং চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভীর স্মরণসভার আয়োজন করেছে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ। 

স্মরণসভাটি আগামী ২১ ফেব্রুয়ারি শুক্রবার, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা শিশুসাহিত্যিক কাইজার চৌধুরীর সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সংগঠন সূত্র জানায়, স্বেমি গত ১২ ফেব্রুয়ারি এবং হায়দার রিজভী গত ৯ ফেব্রুয়ারি মারা গেছেন। খুব কাছাকাছি  সময়ের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের জ্যেষ্ঠতম দুইজনের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্রচর্চায় নিবেদিত সকলে গভীরভাবে শোকাহত। দেশের চলচ্চিত্র সংস্কৃতির গুণগত বিকাশে লাইলুন নাহার স্বেমি এবং চলচ্চিত্র শিক্ষক হায়দার রিজভী প্রায় ছয় দশক ধরে সক্রিয় অবদান রেখেছেন। দেশের চলচ্চিত্র অঙ্গন তাদের শূন্যতা অনুভব করছে এবং এই শূন্যতা কখনো পূরণ হবে না।

বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের সংগঠক, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের জেষ্ঠ্যকর্মী ও সভাপতি ছিলেন লাইলুন নাহার স্বেমি। চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্রকার ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা ছিলেন হায়দার রিজভী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের
আর কোনো স্বৈরাচার যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে : তারেক রহমান
বাংলাদেশের ইতিহাস হচ্ছে সংগ্রাম, দাসত্ব ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই : মামুনুল হক
চট্টগ্রামের সাবেক কাউন্সিলর যুবলীগ ক্যাডার তৌফিক গ্রেফতার
রাজধানীর বেশকিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও বাছাইয়ে অনিয়মের অভিযোগের বিসিবিতে দুদকের অভিযান
প্রাপ্তবয়স্কদের মধ্যে ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন
মতিঝিলে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে 
দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ বাড়াতে দূতাবাসের উদ্যোগ
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৯ জন হাসপাতালে ভর্তি, মৃত্যু ১
১০