উচ্চাঙ্গ নৃত্য ও সংগীতকে কখনই অবহেলা করা যাবে না: ড. সৈয়দ জামিল আহমেদ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা দেন সৈয়দ জামিল আহমেদ। ছবি: শিল্পকলা একাডেমি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, উচ্চাঙ্গ নৃত্য ও সংগীতকে কখনই অবহেলা করা যাবে না। আগামী বছর থেকে আমরা  প্রতিমাসে অন্তত ২ দিন করে এ উৎসব আয়োজন করতে চাই।

তিনি আরো বলেন, ‘আপনাদের তরুণদের প্রেরণা দিতে চাই। ভারত পারলে আমরা কেনো পারব না, আমাদের দেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চাটা কম হয়।’ 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ শুরু হওয়া ৪ দিনব্যাপী ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি আছে। আমরা ক্লাসিক্যাল মিউজিক এবং ক্লাসিক্যাল ড্যান্স জানি এটা দিয়ে আমরা নিজস্ব ঘরানা তৈরি করবো। আমরা আপনাদের আহ্বান জানাই বাংলাদেশ যেন একটা শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে পীঠস্থানে পরিণত হতে পারে।’

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য চর্চাকে আরও বিকশিত করার লক্ষ্যে এ আয়োজনে স্বাগত বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে আইনজীবী ফেরামের সাথে জেলা বিএনপি’র মতবিনিময় 
মার্শের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল অস্ট্রেলিয়া
বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে : প্রধান উপদেষ্টা
ইরানে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর
সুনসান নীরবতা চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে 
সাইবারট্রাক দুর্ঘটনায় নিহত কিশোরীর পরিবারের টেসলার বিরুদ্ধে মামলা : রিপোর্ট
ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩০ জন আহত : জেলেনস্কি
জাদেজা নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ শুরু ভারতের
বাংলাদেশ মানবপাচার-বিরোধী পদক্ষেপ জোরদার করেছে : মার্কিন টিআইপি রিপোর্ট
গাজাগামী ফ্লোটিলা থেকে ৩৬ জন নাগরিকের দেশে ফেরার কথা রয়েছে : তুরস্ক
১০