উচ্চাঙ্গ নৃত্য ও সংগীতকে কখনই অবহেলা করা যাবে না: ড. সৈয়দ জামিল আহমেদ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৫
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতা দেন সৈয়দ জামিল আহমেদ। ছবি: শিল্পকলা একাডেমি

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, উচ্চাঙ্গ নৃত্য ও সংগীতকে কখনই অবহেলা করা যাবে না। আগামী বছর থেকে আমরা  প্রতিমাসে অন্তত ২ দিন করে এ উৎসব আয়োজন করতে চাই।

তিনি আরো বলেন, ‘আপনাদের তরুণদের প্রেরণা দিতে চাই। ভারত পারলে আমরা কেনো পারব না, আমাদের দেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চাটা কম হয়।’ 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ শুরু হওয়া ৪ দিনব্যাপী ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি আছে। আমরা ক্লাসিক্যাল মিউজিক এবং ক্লাসিক্যাল ড্যান্স জানি এটা দিয়ে আমরা নিজস্ব ঘরানা তৈরি করবো। আমরা আপনাদের আহ্বান জানাই বাংলাদেশ যেন একটা শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে পীঠস্থানে পরিণত হতে পারে।’

সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য চর্চাকে আরও বিকশিত করার লক্ষ্যে এ আয়োজনে স্বাগত বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
১০