ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, উচ্চাঙ্গ নৃত্য ও সংগীতকে কখনই অবহেলা করা যাবে না। আগামী বছর থেকে আমরা প্রতিমাসে অন্তত ২ দিন করে এ উৎসব আয়োজন করতে চাই।
তিনি আরো বলেন, ‘আপনাদের তরুণদের প্রেরণা দিতে চাই। ভারত পারলে আমরা কেনো পারব না, আমাদের দেশে শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চাটা কম হয়।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ শুরু হওয়া ৪ দিনব্যাপী ‘শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নিজস্ব উদ্ভাবনী শক্তি আছে। আমরা ক্লাসিক্যাল মিউজিক এবং ক্লাসিক্যাল ড্যান্স জানি এটা দিয়ে আমরা নিজস্ব ঘরানা তৈরি করবো। আমরা আপনাদের আহ্বান জানাই বাংলাদেশ যেন একটা শাস্ত্রীয় সংগীত ও নৃত্যে পীঠস্থানে পরিণত হতে পারে।’
সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় শাস্ত্রীয় সংগীত ও নৃত্য চর্চাকে আরও বিকশিত করার লক্ষ্যে এ আয়োজনে স্বাগত বক্তৃতা করেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহ্জাবীন রহমান।