রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন

বাসস
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১৯:৫৩
ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতা। তবে খেলা গতকাল শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ রোববার । 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো: মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: আলী হোসেন ফকির।

অনুষ্ঠানে মাহবুব উল আলম বলেন, ‘দেশব্যাপী বর্তমানে ৫ আগস্টের পর খোলা মনে কাজ করছি। এবং সরকার বিশেষভাবে খেলাধুলাকে উৎসাহ দিচ্ছে। তারুণ্যের উৎসব পালন করছি। হ্যান্ডবল ফেডারেশনও সেটা পালন করছে। তোমরা শুধু খেলাধুলা নয় শৃঙ্খলাও মেনে চলবে। এখানে প্রতিটি দল সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে লড়াই করবে। চ্যাম্পিয়ন না হতে পারলে যেন রানার্স আপ বা তৃতীয় হতে পারে। কখনও হারার আগে হাল ছেড়ে দিবে না। এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার জন্য আমি স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজকে ধন্যবাদ জানাচ্ছি।’ 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় প্রতিযোগিতা ‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন আহম্মেদ, ফেডারেশনের যুগ্ম-সম্পাদক ও জাতীয় প্রতিযোগিতা ‘আয়োজন ও উন্নয়ন ব্যবস্থাপনা কমিটির সদস্য-সচিব রাশিদা আফজালুন নেসা, কোষাধ্যক্ষ মো: খালেদ আনোয়ার, ফেডারেশনের সদস্য ও আয়োজন কমিটির যুগ্ম সদস্য-সচিব মো: মকবুল হোসেন-সহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আজ জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার দ্বিতীয় দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, ফরিদপুর, বিজিবি ও কুষ্টিয়া। 

একপেশে লড়াইয়ে বাংলাদেশ আনসারের মেয়েরা শেরপুরকে হারিয়েছে ৩৬-০ গোলে। প্রথমার্ধে বাংলাদেশ আনসার ১৮-০ গোলে এগিয়ে ছিলো। বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দল ১৫-৭ গোলে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। খেলার প্রথমার্ধে ১১-২ গোলে এগিয়ে ছিল পুলিশ। কুষ্টিয়া ২৩-১০ গোলে হারিয়েছে দিনাজপুরকে। কুষ্টিয়া প্রথমার্ধে ১০-৪ গোলে এগিয়ে ছিল

অন্য ম্যাচে ফরিদপুর ১৪-১১ গোলে হারিয়েছে শেরপুরকে। বিজয়ী দল প্রথমার্ধে ১০-২ গোলে এগিয়ে ছিলো। গ্রুপ পর্বের আরেক ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৪-৩ গোলে হারায় মাদারীপুরকে। প্রথমার্ধে তারা ৮-২ গোলে এগিয়ে ছিলো। এছাড়া অন্য আরেক ম্যাচে বাংলাদেশ আনসার ৩৮-০ গোলে বরগুনাকে হারিয়েছে। ১৯-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনসার। দিনের শেষ খেলায় বাংলাদেশ পুলিশ ২৭-১১ গোলে কুষ্টিয়া জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৩-৪ গোলে এগিয়ে ছিলো।

প্রতিযোগিতার সকল খেলা https://www.facebook.com/bdhandball.official পেজ হতে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নাসির উদ্দীন গ্রেফতার
মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
বান্দরবানে অজগর উদ্ধার, বনাঞ্চলে অবমুক্ত
ইউক্রেন যুদ্ধ নিয়ে সোমবারের বৈঠক ‘ফলপ্রসূ’ হবে, আশাবাদ মার্কিন দূত উইটকফের 
১০