সিলেট, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে সিলেটে শুরু হয়েছে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা-আইসিটি) মো. নুরের জামান চৌধুরী।
স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য-সচিব মো. নূর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু।
টুর্নামেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ক্রীড়া সংস্থা ও সিটি করপোরেশনের দলসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী খেলায় সিলেট সদর উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ২-১ গোলে জকিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দলকে পরাজিত করে।
টুর্নামেন্টে সহযোগিতা করছে সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)। পৃষ্ঠপোষকতায় আছে বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমি, বিএফসি স্পোর্টিং ক্লাব, বিশ্বনাথ ফ্রেন্ডস সার্কেল, লাবলু ফুটবল একাডেমি, এম আই রাহুল ফুটবল একাডেমি, সুগন্ধা ফুটবল একাডেমি, রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি।