রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন 

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:১৭
রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন। ছবি: বাসস

রংপুর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরূপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে আজ মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে ‘জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠিত হয়। 

অপরাজিত-২৪ এর আয়োজনে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের স্মরণে প্রকাশিত পত্রিকা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়'র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম, ‘কালের কন্ঠ’ রংপুরের জেলা ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘সাইরেন’ এর উপদেষ্টা সালমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যুগেশ ত্রিপুরা। 

এ ছাড়াও বক্তব্য রাখেন অপরাজিত-২৪ এর উপদেষ্টা সাজু বাসফোর, সদস্য সচিব জয়, যুগ্ম আহ্বায়ক ওয়াসিব আহম্মেদ, সদস্য প্রণয় মহন্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই প্রকাশনায় জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ, প্রিয়সহ আরও শহীদ এবং সাহসী মানুষের লড়াই-সংগ্রামের গৌরবগাঁথা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাস রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে লড়াইয়ের ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ইতিহাস সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ কাজ।

তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, হত্যা মামলায় যেন কোনো হয়রানি, মামলা বাণিজ্য না হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দুর্নীতমুক্ত সুন্দর সমাজের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা বাস্তবায়নে এখনও তরুণ-যুবকদের কাজ করতে হবে। প্রতিটি নাগরিক যেন তার অধিকার নিয়ে বাঁচে, কৃষক-শ্রমিকরা যেন তাদের শ্রমের ন্যায্যমূল্য ও মর্যাদা পায় সেলক্ষ্যে  সকলকে একযোগে কাজ করতে হবে।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে। এসবের বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। 

তারা শহীদ আবু সাঈদ, শহীদ তাহির জামান প্রিয়সহ অসংখ্য শহীদদের চেতনায় সকলকে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

পরিশেষে আয়োজকরা গণঅভ্যুত্থানের স্মরণে পত্রিকা ‘ছত্রিশ’ প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্প ফেডের সমালোচনা করতে ‘স্বাধীন’, বললেন জ্যেষ্ঠ কর্মকর্তা
সিগন্যালগেট কেলেঙ্কারির পর সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়ার ঘোষণা ট্রাম্পের
জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত হলো বাংলাদেশ 
মোবাইল অপারেটরদের রোমিং বিল টাকায় গ্রহণের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
টেকসই সরকারি ক্রয় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলার দাবি
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জুলাই মঞ্চের 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফায়ার সার্ভিস অধিদপ্তরে দুদকের অভিযান
কলম্বিয়ার প্রেসিডেন্টকে মাদকাসক্ত বললেন সাবেক মন্ত্রী
সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হোটেলকে পুরস্কৃত করবে সরকার : পরিবেশ উপদেষ্টা
টেক্সাসের ‘ট্রাম্প বার্গার’-এ প্রেসিডেন্টের দ্বিতীয় মেয়াদে ১০০ দিন উদযাপন
১০