রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন 

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৯:১৭
রংপুরে জুলাই অভ্যুত্থানের প্রকাশনা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন। ছবি: বাসস

রংপুর, ১৮ মার্চ, ২০২৫ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গৌরবোজ্জল ইতিহাসকে লিখিতরূপে ছাত্র-জনতার কাছে পৌঁছে দিতে আজ মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে ‘জুলাই স্মৃতিচারণ ও মোড়ক উন্মোচন’ অনুষ্ঠিত হয়। 

অপরাজিত-২৪ এর আয়োজনে অনুষ্ঠানে গণঅভ্যুত্থানের স্মরণে প্রকাশিত পত্রিকা ‘ছত্রিশ’ এর মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুন, শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়'র মা সামসি আরা জামান, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা বেগম, ‘কালের কন্ঠ’ রংপুরের জেলা ফটো সাংবাদিক গোলজার রহমান আদর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকা ‘সাইরেন’ এর উপদেষ্টা সালমান সিদ্দিকী, বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক যুগেশ ত্রিপুরা। 

এ ছাড়াও বক্তব্য রাখেন অপরাজিত-২৪ এর উপদেষ্টা সাজু বাসফোর, সদস্য সচিব জয়, যুগ্ম আহ্বায়ক ওয়াসিব আহম্মেদ, সদস্য প্রণয় মহন্ত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই প্রকাশনায় জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহীদ আবু সাঈদ, প্রিয়সহ আরও শহীদ এবং সাহসী মানুষের লড়াই-সংগ্রামের গৌরবগাঁথা লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্য দিয়ে ইতিহাস রক্ষা এবং পরবর্তী প্রজন্মকে লড়াইয়ের ইতিহাস জানানোর চেষ্টা করা হয়েছে। ইতিহাস সংরক্ষণ করে রাখা খুবই গুরুত্বপূর্ণ কাজ।

তারা জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, হত্যা মামলায় যেন কোনো হয়রানি, মামলা বাণিজ্য না হয়, তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিতে হবে। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে  বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, দুর্নীতমুক্ত সুন্দর সমাজের যে স্বপ্ন আমরা দেখেছিলাম তা বাস্তবায়নে এখনও তরুণ-যুবকদের কাজ করতে হবে। প্রতিটি নাগরিক যেন তার অধিকার নিয়ে বাঁচে, কৃষক-শ্রমিকরা যেন তাদের শ্রমের ন্যায্যমূল্য ও মর্যাদা পায় সেলক্ষ্যে  সকলকে একযোগে কাজ করতে হবে।

তারা বলেন, সাম্প্রতিক সময়ে নারী-শিশু ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটেছে। এসবের বিরুদ্ধে রাষ্ট্রকে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। 

তারা শহীদ আবু সাঈদ, শহীদ তাহির জামান প্রিয়সহ অসংখ্য শহীদদের চেতনায় সকলকে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

পরিশেষে আয়োজকরা গণঅভ্যুত্থানের স্মরণে পত্রিকা ‘ছত্রিশ’ প্রকাশে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরার আশাশুনিতে রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
যৌথ অভিযানে এক সপ্তাহে ৩৪১ অপরাধী গ্রেফতার
যশোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পিতা-কন্যা নিহত, আহত ৩
সাতক্ষীরায় প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান
পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
জয়দীপের লেখায় ধর্মীয় সহিংসতার উস্কানি থাকায় প্রতিবাদ জানিয়েছে এবি পার্টি
রংপুরে অপহরণকারী ছিনতাই চেষ্টার অভিযোগে ২২ জনকে গ্রেফতার
গণ-অভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হলে নতুন প্রজন্ম আবারও লড়াইয়ে নামবে : ব্যারিস্টার ফুয়াদ
শুল্ক হার কমাতে সংস্কার প্রতিশ্রুতির সদিচ্ছাকে কাজে লাগাতে হবে: ড. জাহিদ হোসেন
ঢাকাগামী যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে পদক্ষেপ নেওয়া হয়েছে : রেলওয়ে মহাপরিচালক
১০