শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘ভাষাযোগ: ছাপচিত্রে ভাষা প্রকাশের উদ্‌যাপন’ শীর্ষক কর্মশালা

বাসস
প্রকাশ: ০৪ জুন ২০২৫, ২৩:৪০

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস):  বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে আগামী ১৩-২১ জুন ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ভাষাযোগ-ছাপচিত্রে ভাষা প্রকাশের উদ্‌যাপন’ শীর্ষক কর্মশালা। এই কর্মশালা মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে পড়া শিল্পভিত্তিক উদ্যোগ, ভাষার বৈচিত্র্য, ব্যক্তি স্বাধীনতা ও অভিব্যক্তির স্বাধীনতাকে ছাপচিত্রের মাধ্যমে উদ্‌যাপন করা হবে।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা থেকে যাত্রা শুরু করে ‘ভাষাযোগ-ছাপচিত্রে ভাষা প্রকাশের উদ্‌যাপন’ শীর্ষক কর্মশালা দেশের বিভিন্ন জেলায় আয়োজিত হবে। যেখানে থাকবে স্থানীয় জনগণের অংশগ্রহণে ছাপচিত্র। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজেদের ভাষা, উপভাষা ও সাংস্কৃতিক অভিব্যক্তিকে চিত্র ও লেখার মাধ্যমে প্রকাশ করবেন এবং তা পরিণত হবে একটি সম্মিলিত শিল্পকর্মে।

শিল্পকলা একাডেমি জানায়,এই আয়োজনটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক ও অন্তর্ভুক্তিমূলক, যেখানে ব্যক্তি তার নিজস্ব ভাষা ও পরিচয়কে তুলে ধরার সুযোগ পাবে মুদ্রণচিত্রের মাধ্যমে। ভাষাযোগ শুধু একটি শিল্প অনুষ্ঠান নয়-এটি আমাদের ভাষাগত ঐতিহ্যের সম্মিলিত উদ্‌যাপন। যেখানে অনেক সময় ভিন্ন ভিন্ন কণ্ঠস্বর হারিয়ে যায়, সেখানে এ ধরনের আয়োজন শিল্পকে সংযোগের সেতু হিসেবে দাঁড় করাবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, এই অনুষ্ঠানের বিশেষ দিক হলো চলন্তিকা ট্রাভেলিং স্টুডিওর তত্ত্বাবধানে মোবাইল ছাপচিত্র কর্মশালা আয়োজন। পেশাদার শিল্পী ও শিক্ষকগণের সহযোগিতায় সহযোগিতামূলক শিল্প সেশন আয়োজন। বিভিন্ন স্থানে পাবলিক প্রদর্শনীর আয়োজন করা। ভাষা ও অভিব্যক্তি নিয়ে খোলামেলা আলোচনা এবং জনগণের অংশগ্রহণে তা বাস্তবায়ন করা।

এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠ ও ভাষার বহুমাত্রিকতা ছাপচিত্রের সাহায্যে সংরক্ষণ ও তুলে ধরার পাশাপাশি, শিল্প ও মননের একটি সুস্থ প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
১০