তিন শর্তে রুমা থানচির কিছু পর্যটন স্থান খুলে দেয়া হয়েছে

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ০০:০৩
ছবি : সংগৃহীত

বান্দরবান, ৫ জুন, ২০২৫ (বাসস) : জেলার রুমা ও থানচি উপজেলা ভ্রমণে স্বল্প পরিসরে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট শামীম আর রিনি স্বাক্ষরিত এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ৩ জুন তারিখের সভার সিদ্ধান্ত ও বান্দরবান সেনানিবাসের ৬৯ পদাতিক ব্রিগেড এর সদর দপ্তর ৫ জুন তারিখের ১৪০/৫৯/জিএস (ইন্ট) পত্রের আলোকে নিম্নবর্ণিত পর্যটন এলাকাসমূহে আগামী ৬ জুন তারিখ থেকে পর্যটকদের ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা নিম্নোক্ত শর্তসাপেক্ষে এতদ্বারা বাতিল করা হলো।'

ক) থানচি উপজেলা- থানচি থেকে মদক অভিমুখে তিন্দুমুখ পর্যন্ত এবং বাকলাই পাড়া অভিমুখে তমাতুঙ্গি পর্যন্ত
খ) রুমা উপজেলা- রুমা বাজার হতে বগালেক পর্যন্ত (মুনলাই পাড়াসহ)

শর্তাবলি: ক) সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় উপর্যুক্ত স্থানসমূহ ব্যতীত রুমা ও থানচি উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

খ) জেলা/উপজেলা প্রশাসনের নিবন্ধিত টুরিস্ট গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

গ) পর্যটন কেন্দ্র সংশ্লিষ্ট চেকপোস্ট/পর্যটক তথ্য সেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, জঙ্গি ও কেএনএফ'র বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানকালে ২০২২ সালে ১৭ অক্টোবর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন স্থানগুলোতে সকল পর্যটকের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। পরে  এবছর রোয়াংছড়ি উপজেলার দেবতাখুম পর্যটনকেন্দ্র খুলো দেয়া হলেও রুমা ও থানচি উপজেলায় পর্যটক ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুচি ৩৬তম জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন
আসিয়ানে যোগদানের প্রচেষ্টায় অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনা তুলে ধরেছে বাংলাদেশ
সিলেটে জেলা প্রশাসক আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সাবেক হুইপ মাহমুদ পরিবারের সম্পদ জব্দ
করতোয়া দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু 
আমদানি অনুমতির খবরে চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম 
সাবেক এমপি আশরাফের স্ত্রী আফরোজার জমি-দোকান ক্রোকের আদেশ
শেরপুরে নিখোঁজের একদিন পর ছাত্রের মরদেহ উদ্ধার
দ্বিতীয় হার বাংলাদেশ ‘এ’ দলের
১০