ভারতে যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:৩২
ছবি : বাংলাফ্যাক্ট ফেসবুক পেইজ।

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সহিংসতার ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, এটি বাংলাদেশের ঘটনা। সেখানে দেখা যায়, রাস্তার গলিতে এক ব্যক্তি তরবারি সদৃশ ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত করছে। আহত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা বন্ধ হয়নি। এ সময় আরেক যুবক পাশেই চেয়ার হাতে দাঁড়িয়ে ছিলেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান দল যাচাই করে দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সেই ঘটনার ভিডিও এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া দাবিটি যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের বেসরকারি গণমাধ্যম টাইমস নাউ-এর ওয়েবসাইটে গত ৩ জুলাই প্রকাশিত ভিডিওর দৃশ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ জুলাই মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে শাহরুখ নামের যুবককে কুপিয়ে আহত করেন। পরে পুলিশ আহত শাহরুখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও গণমাধ্যমে জানানো হয়েছে। অভিযুক্ত জুনায়েদ মুন্নু খান পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ভারতের একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের এই ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার একেবারেই বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০