ভারতে যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও বাংলাদেশের বলে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১১:৩২
ছবি : বাংলাফ্যাক্ট ফেসবুক পেইজ।

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : ভারতে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিওকে বাংলাদেশের ঘটনা দাবি করে ইন্টারনেটে ছড়ানো অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, সহিংসতার ভিডিওটি বাংলাদেশের নয়, এটি ভারতের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করার ভিডিও ছড়িয়ে বলা হচ্ছে, এটি বাংলাদেশের ঘটনা। সেখানে দেখা যায়, রাস্তার গলিতে এক ব্যক্তি তরবারি সদৃশ ধারালো অস্ত্র দিয়ে এক যুবককে আঘাত করছে। আহত যুবক বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলা বন্ধ হয়নি। এ সময় আরেক যুবক পাশেই চেয়ার হাতে দাঁড়িয়ে ছিলেন।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান দল যাচাই করে দেখেছে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক ব্যক্তি ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। সেই ঘটনার ভিডিও এটি।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া দাবিটি যাচাইয়ের পর বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতের বেসরকারি গণমাধ্যম টাইমস নাউ-এর ওয়েবসাইটে গত ৩ জুলাই প্রকাশিত ভিডিওর দৃশ্যের সঙ্গে মিল পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২ জুলাই মুম্বাইয়ের ওয়াডালা (পূর্ব) এলাকায় জুনায়েদ মুন্নু খান নামের এক ব্যক্তি স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে শাহরুখ নামের যুবককে কুপিয়ে আহত করেন। পরে পুলিশ আহত শাহরুখকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক বলেও গণমাধ্যমে জানানো হয়েছে। অভিযুক্ত জুনায়েদ মুন্নু খান পরবর্তীতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। ঘটনার আসল কারণ উদঘাটনে তদন্ত চলছে। ভারতের একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভারতের এই ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার একেবারেই বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০