ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৩২

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): ভারতের একটি গানের দৃশ্যের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিকর প্রচারণার অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, যুবকের কাঁধে জখমের ভিডিওটি বাস্তব নয়; এটি একটি শুটিংয়ের দৃশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কোদালের আঘাতে কাঁধে রক্তাক্ত জখমসহ এক যুবককে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি’র অত্যাচারের দৃশ্য।

তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়; বরং ভারতের একটি গানের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ।

অনুসন্ধান প্রতিবেদনে আরো বলা হয়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে 'Kashyap up35k' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। 

গত ১ জুলাই প্রকাশিত ওই ভিডিওর শিরোনামেই উল্লেখ আছে, এটি একটি নতুন গানের দৃশ্যের শুটিং। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শেষের দিকে সিনেমার শুটিং সেটে ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামের সেটআপ স্পষ্টভাবে দেখা যায়। ওই ইউটিউব চ্যানেলে এমন আরো কিছু শুটিং সেটের ভিডিও পাওয়া গেছে।

এ তথ্য থেকে স্পষ্ট বোঝা যায়, আলোচিত ভিডিওটি ভারতের একটি গানের শুটিং সেটের ফুটেজ, যা বাংলাদেশবিরোধী অপপ্রচারের জন্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য রোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা দায়বদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০