ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ১০:৩২

ঢাকা, ১২ জুলাই, ২০২৫ (বাসস): ভারতের একটি গানের দৃশ্যের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশ বিরোধী বিভ্রান্তিকর প্রচারণার অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানিয়েছে, যুবকের কাঁধে জখমের ভিডিওটি বাস্তব নয়; এটি একটি শুটিংয়ের দৃশ্য।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে কোদালের আঘাতে কাঁধে রক্তাক্ত জখমসহ এক যুবককে দেখা যাচ্ছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, এটি জামায়াতে ইসলাম, বিএনপি এবং এনসিপি’র অত্যাচারের দৃশ্য।

তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, আলোচিত দাবিটি মিথ্যা। প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব ঘটনা নয়; বরং ভারতের একটি গানের শুটিংয়ের সময় ধারণ করা ফুটেজ।

অনুসন্ধান প্রতিবেদনে আরো বলা হয়, ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে 'Kashyap up35k' নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়। 

গত ১ জুলাই প্রকাশিত ওই ভিডিওর শিরোনামেই উল্লেখ আছে, এটি একটি নতুন গানের দৃশ্যের শুটিং। ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শেষের দিকে সিনেমার শুটিং সেটে ব্যবহৃত ক্যামেরা ও অন্যান্য সরঞ্জামের সেটআপ স্পষ্টভাবে দেখা যায়। ওই ইউটিউব চ্যানেলে এমন আরো কিছু শুটিং সেটের ভিডিও পাওয়া গেছে।

এ তথ্য থেকে স্পষ্ট বোঝা যায়, আলোচিত ভিডিওটি ভারতের একটি গানের শুটিং সেটের ফুটেজ, যা বাংলাদেশবিরোধী অপপ্রচারের জন্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য রোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে আমরা দায়বদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ছাত্রজনতার অভ্যুত্থানকালে হামলার ঘটনায় রাজশাহীতে ৯টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ 
জাতির সেবায় সদা প্রস্তুত ৬০ লাখ আনসার-ভিডিপি : কুমিল্লায় মহাপরিচালক
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : ড. মঈন খান
সাদা পাথর এলাকায় মঙ্গলবার পর্যন্ত ১৭ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মুন্সীগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে মিরকাদিম চ্যাম্পিয়ন
অনলাইনে প্রতারণা রুখতে মেটাকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেবে সিঙ্গাপুর
সুনামগঞ্জে ‘জুলাই’ শহীদের স্মরণে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেশের মানুষ আজ মুক্ত বিহঙ্গের ন্যায় স্বাধীনভাবে জীবন যাপন করছে : ব্যারিস্টার মীর হেলাল
জুলাই সনদ চূড়ান্ত করতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা
১০