চাঁপাইনবাবগঞ্জের পুরোনো ভিডিও গোপালগঞ্জের বলে বিভ্রান্তি সৃষ্টি: বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১০:৫৫

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : চাঁপাইনবাবগঞ্জের পুরোনো একটি ভিডিওকে সম্প্রতি গোপালগঞ্জের বলে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার হিসেবে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘গোপালগঞ্জে পুলিশ কর্তৃক শিশু নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি চাঁপাইনবাবগঞ্জের।’

বাংলাফ্যাক্ট জানায়, গোপালগঞ্জে গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ এক শিশুকে নির্যাতন করেছে- এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।  

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষের ঘটনার নয়। প্রকৃতপক্ষে, এটি চাঁপাইনবাবগঞ্জের গত ৬ জুলাইয়ের ভিডিও।

বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান জাগো নিউজের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল পাওয়া যায়। 

গত ১৮ জুলাই প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই কর্তৃক এক শিশুকে বল প্রয়োগের দৃশ্য।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, গণমাধ্যম প্রতিষ্ঠানটি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের সঙ্গে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটি গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রার দিনের ঘটনা। ওই শিশু এনসিপি’র নেতৃবৃন্দের কাছাকাছি চলে গেলে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে সরিয়ে নেওয়া হয়। তার কাছ থেকে ড্যান্ডি নামের মাদক পাওয়া যায়। তবে পুলিশ কর্তৃক শিশুটিকে বল প্রয়োগের কথা তিনি অস্বীকার করেন। 

এছাড়াও ইন্ডিপেনডেন্ট টিভি, নাগরিক টিভি ও মানবকণ্ঠসহ দেশের একাধিক গণমাধ্যম প্রতিষ্ঠানে প্রকাশিত সংবাদ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের।

গত ৬ জুলাই চাঁপাইনবাবগঞ্জে এনসিপি’র জুলাই পদযাত্রার দিনে মাদকসহ এক শিশুকে পুলিশ কর্তৃক বল প্রয়োগের ভিডিওকে গত ১৬ জুলাই গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ এক শিশুকে নির্যাতন করেছে দাবি করে ফেসবুকে ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যা বলে প্রমাণ করেছে বাংলাফ্যাক্ট।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ ও জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টার সঙ্গে সানওয়ে গ্রুপের চেয়ারম্যানের সাক্ষাৎ
বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম উত্তরা থেকে গ্রেফতার
বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দেশব্যাপী দোয়া শুক্রবার
ভোলাগঞ্জে অবৈধ পাথর উত্তোলনের ঘটনায় দুদকের অভিযান
‘জিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই’ : ট্রাইব্যুনালে সাক্ষ্য
দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম গ্রেপ্তার
রাঙ্গামাটিতে জন্ম নিবন্ধন বিষয়ক সভা
গোপালগঞ্জে এনসিপি’র কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনায় তদন্ত শুরু
ডাকসু’র সাবেক ভিপি মাহফুজা খানমের কফিনে শ্রদ্ধা নিবেদন, ঢাবি উপাচার্যের শোক
ডিজিটাল মাধ্যমে সক্রিয় থেকে অপতথ্যের মোকাবিলা করুন : তথ্য সচিব
১০