ইন্দোনেশিয়ার ঘটনাকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৯
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার একটি ঘটনাকে বাংলাদেশের বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলেও সেটি সম্পূর্ণ মিথ্যা বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, নামাজরত অবস্থায় ইমামকে ছুরিকাঘাতের একটি ভিডিও বাংলাদেশের ঘটনা হিসেবে ফেসবুকে ছড়ানো হয়। আসলে ঘটনাটি ইন্দোনেশিয়ার, বাংলাদেশে সম্প্রতি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ভিডিও থেকে কয়েকটি স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করার পর ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম Tribunnews এর ইউটিউব চ্যানেলে গত ২৬ আগস্ট প্রকাশিত ভিডিওটির সংক্ষিপ্ত একটি সংস্করণ পাওয়া যায়। ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ঘটনাটি ঘটেছিল গত ২৫ আগস্ট ইন্দোনেশিয়ার উত্তর মোরোয়ালির অন্তর্গত পেতাসিয়া তিমুরের তোমপিরা গ্রামে।

গ্রামের এক মসজিদে ফজরের নামাজ চলাকালে ওই হামলার শিকার হন মুহাম্মদ জুমালি নামে এক ইমাম। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চ করে ইন্দোনেশিয়ার একাধিক সংবাদমাধ্যমেও এই বিষয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

সব তথ্য যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত করেছে, ঘটনাটি ইন্দোনেশিয়ার এবং বাংলাদেশের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলেই দেশের মঙ্গল : মীর সরফত আলী
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
সিআইডি এখন দক্ষ ও প্রযুক্তি নির্ভর আধুনিক তদন্ত সংস্থা : ছিবগাত উল্লাহ
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
১০