শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১০:০৩
তারেক রহমানের নির্দেশে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল সোমবার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সহায়তা প্রদান করে। ছবি: বাসস

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরে নির্যাতিত এক শিশুর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানের নির্দেশে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের একটি প্রতিনিধি দল সোমবার শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাইখ্যা গ্রামে যায়।

প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্য সহায়তা সেলের কেন্দ্রীয় সমন্বয়কারী ও বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম শিশুটির পরিবারের খোঁজখবর নেন। তিনি যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রতিনিধি দল ভবিষ্যতেও পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্য সহায়তা দেওয়ার আশ্বাস জানায়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর রাতে সাইখ্যা গ্রামে বাচ্চু মিয়ার ছেলে মিরাজ সাড়ে তিন বছর বয়সি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটির পায়ুপথ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে নিপীড়িত নারী ও শিশুদের স্বাস্থ্য সহায়তা সেলের সদস্যরা চিকিৎসা দেন।

এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত মিরাজকে আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে মামলার বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্ষমতা ছাড়বেন মাদুরো, মন্তব্য নোবেল বিজয়ী মাচাদোর
থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন ট্রাম্প
নাইজার সেনাবাহিনীতে যোগদান করেছে সাবেক জিহাদি যোদ্ধারা
ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আজ থেকে কার্যকর
জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে গাংনীতে ৫০ হাজার গরু-ছাগলকে টিকা দেওয়া হবে 
নারায়ণগঞ্জে পেট্রোবাংলার বিশেষ তদারকি অভিযান
বাংলাদেশের গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে সহায়তার আশ্বাস এফএও মহাপরিচালকের
বাগেরহাটে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে 'শেষ পর্যন্ত লড়াই' করবে চীন
১০