রেকর্ড উষ্ণতম অক্টোবর দেখলো হংকং

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): হংকংয়ের আবহাওয়া বিভাগ মঙ্গলবার জানিয়েছে, শহরটি রেকর্ড পরিমাণ গরমে বছরের সবচেয়ে উষ্ণ অক্টোবর পার করেছে। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে চরম গরম আরও ঘন ঘন ও তীব্র হয়ে উঠবে।

হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

হংকং অবজারভেটরি জানিয়েছে, দক্ষিণ চীনের ওপর ‘স্বাভাবিকের চেয়ে শক্তিশালী উচ্চ-আকাশীয় অ্যান্টিসাইক্লোন’ থাকার কারণে মাসটি আর্থিক কেন্দ্র হিসেবে পরিচিত শহরটিতে অস্বাভাবিকভাবে উষ্ণ ছিল। অক্টোবরের শেষ দিকে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস দক্ষিণ চীনের উপকূলে পৌঁছায়।

সংস্থাটি জানায়, ‘অক্টোবর মাসে গড় তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্নœ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস-যা অক্টোবর মাসের জন্য রেকর্ড ।’

গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা অক্টোবর মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড।

আবহাওয়া বিভাগ আরও জানায়, ১৮৮৪ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে এবারই সবচেয়ে বেশি ‘অত্যন্ত উষ্ণ দিন’—যখন তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি নিবন্ধিত হয়েছে।

এছাড়া মাসজুড়ে মোট সাতটি ‘ উষ্ণ রাত’ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে ১৯ অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস-যা বছরের সর্বশেষ উষ্ণতম রাত ।  

অক্টোবরের শুরুতে আবহাওয়া বিভাগ জানায়, শহরটি এ বছর অন্যতম ভয়াবহ টাইফুন মৌসুম পার করেছে, যেখানে অন্তত ১২টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় সতর্কতা জারি করা হয়েছে-যা ১৯৪৬ সালের পর সর্বোচ্চ।

২০২৫ সালে ব্রিটেন, স্পেন, জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের ইতিহাসের সবচেয়ে গরম গ্রীষ্ম পার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশের আবহাওয়া সংস্থাগুলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
১০