
লক্ষ্মীপুর, ৪ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ রায়পুর ও কমলনগর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মীম আক্তার (২) এবং অর্নব হোসেন (২) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলায় এবং বিকালে কমলনগর উপজেলায় এ দু’টি ঘটনা ঘটে।
মৃত শিশু মীম আক্তার জেলার কমলনগর উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকার জিল্লাল হোসেনের মেয়ে।
শিশু অর্নব হোসেন জেলার রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকার কাজল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার কেওড়াডগি এলাকা নিজ বাড়িতে ঘোরাঘুরি করছিল শিশু অর্নব হোসেন। একপর্যায়ে শিশুটিকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাঁখুজি করতে থাকেন স্বজনরা। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে অর্নবকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূইয়া পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, মঙ্গলবার বিকেলে কমলনগর উপজেলার কাদিরপন্ডিতের হাট এলাকায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে যায় শিশু মীম আক্তার। একপর্যায়ে শিশুটি পুকুরের পানিতে ভেসে উঠে। পরে শিশু মীমকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।