প্রেস সচিব শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৬

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সম্বলিত নকল ফটোকার্ডে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, কালের কণ্ঠের নামে ছড়ানো ফটোকার্ডটি নকল। এধরনের কোন মন্তব্য করেননি প্রেস সচিব। ‘আমরা যাই বলিনা কেনো, আওয়ামীলীগ ছাড়া নির্বাচন চিন্তা করা যায় না!’ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে এমন একটি মন্তব্য কালের কণ্ঠের লোগো ও ডিজাইন সম্বলিত ফটোকার্ডের মাধ্যমে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এ ধরনের শিরোনামে কালের কণ্ঠ কোন ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং প্রেস সচিব এমন কোন মন্তব্যও করেননি। 

অনুসন্ধানে কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেইজ কিংবা ওয়েবসাইটে আলোচিত মন্তব্য সম্বলিত কোন ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, প্রেস সচিবের এই মন্তব্য অন্য কোন গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও খুঁজে পাওয়া যায়নি।

বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটিতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। কালের কণ্ঠের ফটোকার্ডের টেক্সট ফন্টের সঙ্গে আলোচিত ফটোকার্ডের পার্থক্য রয়েছে। 

মূলত, কালের কণ্ঠের ভেরিফাইড ফেসবুক পেইজে গত ১৩ সেপ্টেম্বর ‘ইউটিউবভিত্তিক গণমাধ্যমে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে : প্রেস সচিব’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড ২৭০ কোটি ৪৯ লাখ টাকা রাজস্ব আয়
পানিতে ডুবে যাওয়া থেকে শিশুকে রক্ষা করুন
ঝিনাইদহে দুর্গাপূজা উপলক্ষে বিএনপি’র মতবিনিময় সভা
নাটোরে এ বছর ৩৬৮টি মন্ডপে দুর্গাপূজা  
বেরোবিতে শিক্ষার্থীদের যাতায়াতে ৭টি বাস উদ্বোধন
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের সরকারি অনুদানের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
মেহেরপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সম্পর্কিত সভা
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতার জন্য বিপজ্জনক শক্তির উত্থান হয়েছে : রিজভী
লালনের গান বিশ্বমঞ্চেও ছড়িয়েছেন ফরিদা পারভীন
১০