জুলাই গণঅভ্যুত্থানের ছবি খাগড়াছড়ির দাবি করে অপপ্রচার : বাংলাফ্যাক্ট

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৬
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানকালে তোলা অস্ত্রধারী আওয়ামী কর্মীর পুরোনো ছবি খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনার দাবি করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে উত্তেজনা ও পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, খাগড়াছড়িতে সেনাবাহিনীর সামনে সেটেলার বাঙালিরা প্রকাশ্যে জুম্মদের ওপর গুলি চালাচ্ছে।

তবে যাচাই করে বাংলাফ্যাক্ট নিশ্চিত করে, ছবিটি খাগড়াছড়ির নয়। এটি ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে চট্টগ্রামে আন্দোলনকারীদের ওপর আওয়ামী সমর্থিত অস্ত্রধারীর গুলিবর্ষণের ছবি।

রিভার্স ইমেজ সার্চে ছবিটি ২০২৪ সালের ৫ আগস্ট ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে পাওয়া যায়। ‘প্রো আওয়ামী লীগ ম্যান ফায়ার্স অ্যাট এন্টি ডিসক্রিমিনেশন প্রটেস্টরস’ শিরোনামের সেই প্রতিবেদনে প্রকাশিত ছবিটির সঙ্গে আলোচিত ছবিটির মিল রয়েছে। 

ছবির ক্যাপশনে উল্লেখ ছিল, এটি চট্টগ্রামের এনায়েতবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার দৃশ্য। একই তথ্য নিশ্চিত করেছে দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটেও প্রকাশিত প্রতিবেদন।

বাংলাফ্যাক্ট বলছে, খাগড়াছড়ির ঘটনার নামে যে পুরোনো ছবি ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে বাংলাফ্যাক্ট নিয়মিত কাজ করছে এবং যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০