খাগড়াছড়ির দাবিতে ছড়ানো ভুয়া ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের

বাসস
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪
ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খাগড়াছড়িতে বিজিবি ক্যাম্পে আগুন ও অস্ত্র লুটের নামে ছড়ানো ভিডিওকে ভুয়া ও বিভ্রান্তিকর বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, ভিডিওটি খাগড়াছড়ির নয়, নেপালের রাজধানী কাঠমান্ডুর ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ভিডিওতে দাবি করা হয়, পাহাড়িরা খাগড়াছড়ির একটি বিজিবি ক্যাম্পে আগুন দিয়ে অস্ত্র লুট করে উল্লাস করছে। খাগড়াছড়িতে সাম্প্রতিক উত্তেজনা ও অস্থিরতার প্রেক্ষাপটে এটি ছড়িয়ে দেওয়া হয়।

যাচাই করে বাংলাফ্যাক্ট দেখে, ভিডিওটির স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে তা ‘চন্দ্রগিরি টেলিভিশন’ নামের একটি ফেসবুক পেইজে পাওয়া যায়। যেটি নেপালের কাঠমান্ডুর বালম্বু থেকে পরিচালিত হয়। 

ভিডিওতে একটি ভবনের দেয়ালে নেপালি ভাষায় ‘গৌরব স্কুল’ নামে সাইনবোর্ড দেখা যায়। গুগল সার্চ ও জিওলোকেশন যাচাই করে দেখা গেছে, এটি কাঠমান্ডুর বালম্বুরই এলাকা। রাস্তার দৃশ্য ও পাশের ভবনের কাঠামোও গুগল ম্যাপের সঙ্গে মিলে যায়।

বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম নিশ্চিত করেছে, খাগড়াছড়ির নামে ছড়ানো ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা।

বাংলাদেশে গুজব ও ভুয়া খবর প্রতিরোধে বাংলাফ্যাক্ট নিয়মিত তথ্য যাচাই করে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগে তাগিদ
প্রবাসীদের সচেতনতা বৃদ্ধিতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ
নেত্রকোণায় ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্ট শুরু
কিশোরগঞ্জে খাদ্যপণ্য প্রস্তুতকারি তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা
বরগুনায় বিএনপি’র জনসভা 
চট্টগ্রামে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে কাল
সুনামগঞ্জে হোসেন আলী ফাউন্ডেশনের মেধাবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন
এশিয়ার আরচারি বিশ্বমানে নিয়ে যেত চাই : চপল
নোট অব ডিসেন্টসহ জাতীয় নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি : সেলিমা রহমান
হিন্দু প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পূর্ণাঙ্গ বক্তব্য  
১০