ভারতে ট্রাম্পের ছেলের গাড়িবহরের ভিডিও আওয়ামী লীগের বলে অপপ্রচার

বাসস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সম্প্রতি ভারত সফরে আসা ট্রাম্পের ছেলের গাড়িবহরের একটি ভিডিও আওয়ামী লীগের মিটিংয়ের বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্বে নিয়োজিত ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। 

ফ্যাক্টওয়াচ হল একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সত্তা, যা লিবারেল আর্টস বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিকাল অ্যান্ড কোয়ালিটিভেটিভ স্টাডিজ (সিকিউএস) দ্বারা পরিচালিত।

ফ্যাক্টওয়াচ জানায়, আওয়ামী লীগের মিটিংয়ের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারত সফরে আসা ট্রাম্পের ছেলের। সম্প্রতি ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে দাবী করা হচ্ছে, কলকাতায় আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশগ্রহণ করতে বিভিন্ন দেশের কূটনৈতিকসহ আওয়ামী লীগের নেতাদের উপস্থিত হওয়ার ভিডিও এটি।

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, বাস্তবে এটি গত ২১ নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের ভারত সফরের ভিডিও। 

সূত্র অনুযায়ী প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে সার্চ করলে ট্রাম্প জুনিয়রের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটির অনুরূপ ভিডিও পাওয়া যায়। 

ভিডিওর বর্ণনা থেকে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি বছর ২০ নভেম্বর গুজরাটের জামনগরে অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র ভান্তারা পরিদর্শন করেন। পরের দিন রাতে তিনি আমেরিকান ব্যবসায়ী রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার এবং উদ্যোক্তা ভামসি গাদিরাজুর বিয়েতে যোগ দিতে উদয়পুরে যান।

ছড়িয়ে পড়া ভিডিওটি গুজরাটের, কলকাতার নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির ওপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এসব বিষয় নজরে এলে ফ্যাক্ট চেক করে সত্য তুলে ধরা সহ গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে ফ্যাক্টওয়াচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাদিকে গুলির ঘটনা নির্বাচনের জন্য অশনিসংকেত : ইসলামী আন্দোলন
ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে কাজ করছে ডিএমপি
আবদুল মোমেন খান দেশে সর্ব প্রথম দারিদ্র্য ও খাদ্য সমস্যা থেকে উত্তরণ ঘটান : মঈন খান
অতীতের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি ঐক্যবদ্ধ হতে হবে : তারেক রহমান
শিল্পকলায় আগামীকাল মঞ্চস্থ হবে যাত্রাপালা ‘কাশেম মালার প্রেম’
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় বাংলাদেশ ন্যাপের উদ্বেগ ও নিন্দা
ওসমান হাদির ওপর সশস্ত্র হামলায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা
জার্মানির ফ্রাঙ্কফুর্টে হেইমটেক্সটিল ২০২৬ -এ অংশ নিতে প্রস্তুত বাংলাদেশ
কুমিল্লায় বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ 
আকাশ-জারিফের নৈপুণ্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল
১০