শিরোনাম
সিলেট, ১৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : সিলেট জেলার জৈন্তাপুরে শুরু হয়েছে তারুণ্যের উৎসব-২০২৫। আজ সোমবার সকালে উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ চত্বরে এই উৎসব উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত জৈন্তাপুরে তারুণ্যের উৎসব চলবে। প্রথম দিনের কর্মসূচির মধ্যে ছিল স্বাস্থ্যসেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মশকনিধন ও জুলাই-আগস্ট বিপ্লবের আঁকা চিত্র প্রদর্শনী।
উপজেলা প্রশাসনের আয়োজনে অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, বিনামূল্যে ব্লাড সুগার ও ব্লাড গ্রুপ নির্ণয়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য পরামর্শ প্রদান।
সোমবার উপজেলা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নবম শ্রেণি থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই-আগস্ট বিপ্লবের উপর আঁকা ছবির প্রদর্শনী হয়।
উদ্বোধন অনুষ্ঠানে নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো শরীফ উদ্দিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল প্রমুখ বক্তব্য দেন। এছাড়াও জুলাই বিপ্লবে অংশ নেওয়া তরুণ নেতৃত্বসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগতরা তারুণ্যের উৎসবে অংশ নেন।