শাকিলের স্বপ্ন দীর্ঘ সময় দেশকে প্রতিনিধিত্ব করা

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২০:৩৬

বাগেরহাট,  ১৪ জুন, ২০২৫ (বাসস) : বাগেরহাটের উদীয়মান তরুণ ফুটবলার মো: শাকিল আহাদ তপুর স্বপ্ন দীর্ঘ সময় ধরে জাতীয় দলে প্রতিনিধিত্ব করার। একইসাথে নান্দনিক খেলার মাধ্যমে ফুটবলকে নিয়ে যাবেন উচ্চ শিখরে, উপাস্থাপন করবেন বিশ্ব মঞ্চে। 

সেই দৃঢ় সংকল্প আর মনোবল নিয়ে এগিয়ে চলেছেন ফুটবলের যাদুকরী খেলোয়াড় শাকিল। শাকিল এখন দেশের প্রথম সারির জাতীয় ফুটবলার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। অতীতের দু:খ-কষ্ট পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়াই তার অভিষ্ট লক্ষ্য।

একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা তরুণ এই ফুটবল খেলোয়াড় এদেেশর অনেকের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারেন।

বাগেরহাট পিসি কলেজ রোড়ের হরিনখানার বাসিন্দা বাবা মো: জাকির হোসেন পেশায় একজন দিনমজুর, মা শিউলি বেগম একজন গৃহিনী। একমাত্র বোন তিশা আক্তার নিকটস্থ সম্মীলনী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল থেকে ক্লাস নাইনে পড়ার সময়ে শাকিল বিকেএসপিতে ভর্তির সুযোগ পান। বিকেএসপিতে যাওয়ার আগে জেলা পর্যায়ের সব খেলায় শাকিলের অংশ নেয়া তার জীবনকে বদলে দিয়েছে। 

বিকেএসপিতে সাত বছর পড়াশুনার পাশাপাশি নিবিড় অনুশীলন ও মাঠে প্রাকটিস করলেও ঐ সময়ে জেলায় ফুটবল খেলার আয়োজন তেমন ছিলো না। এরই মাঝে ২০০২ সালে এসএসসি ও ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছেন শাকিল। মোহামেডান স্পোর্টিং ক্লাবে সুযোগ পাওয়া শাকিলের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট। সেখানে থেকেই অনুর্ধ্ব-২০ জাতীয় দলে খেলার সুযোগ পান। পেশাদার ক্যারিয়ারের শুরুতে খেলেছেন চট্টগ্রাম আবাহনীতে। 

সেই থেকেই শাকিলের যাত্রা শুরু হয় জাতীয় দলে। সাফ অনূর্ধ্ব-২০ জাতীয় দল নেপালে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করে। সেই দলের গর্বিত সদস্য ছিলেন শাকিল। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। 

ডাক আসে জাতীয় দলের। জাতীয় দলের হয়ে অভিষেক হয় গত বছর নভেম্বরে ঘরের মাঠে মালদ্বীপ এর বিপক্ষে প্রীতি ম্যাচে। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে মূল একাদশে  খেলেছেন। ভারতের মাটিতে ঐ ম্যাচটি বাংলাদেশ ড্র করে। সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের মূল দলে খেলেছেন।

ক্যারিয়ারে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী হবার ঘটনায় এখন পর্যন্ত শাকিলের সবচেয়ে বড় অর্জন।  

ফুফাতো ভাই শিমুলের কাছ থেকে ফুটবলের প্রতি অনুপ্রেরণা পেয়েছেন বাগেরহাটের এই কৃতি সন্তান। বাবা জাকির হোসেনও শাকিলকে সবসময়ই সমর্থন দিয়েছেন। তবে মা শিউলি বেগম শুরুতে খুব একটা সমর্থন দেননি। 

সকলের অনুপ্রেরণায় শাকিল এখন জাতীয় দলের গর্বিত সদস্য। দেশের হয়ে ভবিষ্যতে যেতে চান অনন্য উচ্চতায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইসরাইল ৭ অক্টোবর হামলার দ্বিতীয় বার্ষিকী পালন করছে
কিশোরগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু
মিশরে গাজা যুদ্ধবিরতি প্রথম দফা আলোচনা ‘ইতিবাচকভাবে’ শেষ হয়েছে
পটুয়াখালীতে নানা আনুষ্ঠানিকতায় রাখাইনদের প্রবারণা পূর্ণিমা উদযাপিত
লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬
এই সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন চীনের প্রধানমন্ত্রী
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিএনপি’র উপহার সামগ্রী বিতরণ
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা; দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত 
নেত্রকোণায় আগুনে পুড়ে বসতঘর ছাই
ইসরাইল থেকে বহিষ্কৃত ফ্লোটিলা কর্মীদের সঙ্গে গ্রীসে পৌঁছালেন গ্রেটা থুনবার্গ
১০