টাঙ্গাইলে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা 

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯
টাঙ্গাইলে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা । ছবি: বাসস

টাঙ্গাইল, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলার মধুপুর উপজেলায় আজ “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। 

কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুর রহমান, প্রকৌশলী কর্মকর্তা জয়নাল আবেদীন সাগর, কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা তাজমী নুর রাত্রি প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা এ পৃথিবী বদলে দিবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। পাশাপাশি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যয় ঘোষণা করা হয় কর্মশালা থেকে।

এ কর্মশালায় উপজেলার মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে। এতে প্রথমস্থান অর্জন করে আহমদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয়স্থান অর্জন করে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয়স্থান অর্জন করে এ এইচ বি বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। 

কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষকবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে দিন ব্যাপী হজ প্রশিক্ষণ শুরু
আমেরিকার ওয়ান্টেড সাবেক মাদক তদন্তকারীকে ভেনেজুয়েলায় গ্রেপ্তার 
পটুয়াখালীতে মায়ের সাথে খেলতে গিয়ে শিশুর রহস্যজনক মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে ২ হাজার ২২০ কেজি ভারতীয় ফুসকা জব্দ
সিরিয়া থেকে প্রায় ১,০০০ সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহ না করায় দিনাজপুরের ১৪০ জন চালকল মালিকের নিবন্ধন বাতিল
বগুড়ায় পিআইবি'র মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধন
চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজের ১৪ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
নীলফামারিতে কাল দুদকের গণশুনানি
যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কে ডিএসসিসি’র বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১০