শিরোনাম
জয়পুরহাট, ১৪ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ১০ দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় জেলা সদরের সার্কিট হাউজ মাঠে এ মেলা উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় তারুণ্যের উৎসবে জুলাই-আগষ্ট স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এ মেলার আয়োজন করেছে জয়পুরহাট জেলা প্রশাসন।
প্রধান অতিথি হিসেবে মেলার প্রবেশপথে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এ সময় জয়পুরহাটের পুলিশ সুপার আবদুল ওয়াহাব, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সহকারি কমিশনার জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ মেলায় ৫০টি ষ্টলে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার তরুণ উদ্যোক্তাগণ তাদের কার্যক্রম প্রদর্শন করছেন।