বাসস
  ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৩
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৪

রাঙ্গামাটিতে জমে উঠেছে লোক ও কারুশিল্প মেলা

রাঙ্গামাটিতে লোক ও কারুশিল্প মেলায় দর্শনার্থীদের ভিড়। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৮ জানুয়ারী, ২০২৫(বাসস) : তারুণ্যে উৎসব উপলক্ষে জেলায় প্রশাসনের আয়োজনে লোক ও কারুশিল্প মেলা জমে উঠেছে।

উদ্বোধনের প্রথম দিন থেকেই মেলায় পর্যটকসহ স্থানীয় জনসাধারনের আগমন বেড়েছে। গতকাল শুক্রবার এবং আজ শনিবার মেলায় দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। নানা বয়সের নারী-পুরুষের পদচারনায় মুখর ছিল মেলা চত্ত্বর। শুধু তরুণ-তরুণীরা নয়, শিশু থেকে বৃদ্ধরাও ঘুরতে আসছে মেলাতে। তাই মেলা সাজানো হয়েছে সবার পছন্দের নানা পণ্যসামগ্রী দিয়ে।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১০দিন ব্যাপী লোক ও কারুশিল্প মেলা উপলক্ষে শহিদ শুক্কুর স্টেডিয়ামে বসানো হয়েছে প্রায়  ১২০টি স্টল। এ সব স্টলে তরুণ উদ্যোক্তা সহ দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশ নিয়েছে। মেলায় জুলাই-আগস্ট আন্দোলন ও শহিদদের নিয়ে চিত্রপট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এছাড়া মেলার বিভিন্ন স্টলে কারুশিল্পের বিশেষ প্রর্দশনীসহ পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বাহারী পণ্য সামগ্রীর বিক্রয়ের ব্যবস্থা রয়েছে। এ মেলায় রয়েছে কারুপণ্য উৎপাদন প্রদর্শনীর স্টল, হস্তশিল্প, পোশাক শিল্প, স্টেশনারি ও কসমেটিকস, খাবার ও চটপটির স্টল, মিষ্টির স্টল। মেলাকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে সব ধরনে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বাসসকে বলেন, সরকারের কর্মসুচীর অংশ হিসেবে  পরবর্তি বাংলাদেশের তরুণদের উৎসাহিত করতে আমরা এই লোক ও কারুশিল্প মেলার আয়োজন করেছি।

মেলায় জুলাই-আগস্ট আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক ছবিসহ দেশের পরবর্তি পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম দেশ গঠনের আন্দোলনে সামিল হতে উৎসাহ পাবে বলে জানান জেলা প্রশাসক।

তাছাড়া গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি আর ঐতিহ্যকে ধারণ করতে  পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি লোকজ সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে লোক কারুশিল্প মেলা গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে  মনে করছেন আয়োজকরা।

গত ১৬ জানুয়ারী  বিকেলে  জেলা শহরের  শহীদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই-এ শ্লোগানে জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলা আয়োজন করা হয়। 

এই মেলা চলবে আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত।