তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ক্রিকেটার শরিফুল

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৭:৩৭ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৭:৪১
ছবি: বাসস

ঢাকা, ৯ জুন ২০২৫ (বাসস) : তরুণ ক্রীড়া প্রেমী, অনুরাগী ও ক্রীড়াবিদদের স্বপ্ন দেখাতে দেশের একেবারে উত্তরের জনপদ পঞ্চগড়ের সীমান্তঘেঁষা তেঁতুলিয়া উপজেলায় আত্মপ্রকাশ হয়েছে ‘তেঁতুলিয়া টাইটান্স ক্লাব’ নামে একটি নতুন ক্রীড়া সংগঠন। 

রোববার বিকেলে তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলোর বেরং কমপ্লেক্সে কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার ও পঞ্চগড়ের কৃতি সন্তান শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড় মোরশেদ আলী। 

সভাপতিত্ব করেন তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার। 

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ সুমন, ক্রীড়া সংগঠক রুবেল হাসান, জাহাঙ্গীর আলম ও হাবিবুর রহমান।

আয়োজকরা জানান, তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্দেশ্য শুধু খেলার আয়োজন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা ও গড়ে তোলা। ফুটবল, ক্রিকেট, হ্যান্ডবল ও ভলিবলসহ সব ক্রীড়াক্ষেত্রেই তারা নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, প্রশিক্ষণ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে উপজেলাকে জাতীয় পর্যায়ে পরিচিত করতে চায়।

অনুষ্ঠান শেষে জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড়- শরিফুল ইসলাম ও মোরশেদ আলীকে তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় শরিফুল ইসলাম বলেন, ‘আমার শেকড় এই অঞ্চলে। এখানকার তরুণরা অনেক মেধাবী। তাদের পৃষ্ঠপোষকতা করলে একদিন এখান থেকেও জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের উদ্যোগ আমাকে সত্যিই আনন্দিত করেছে। তাদের জন্য শুভ কামনা রইলো।’ 

তেঁতুলিয়া টাইটান্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব সরকার বলেন, আমাদের তেঁতুলিয়ার ক্রীড়ামুখী তরুণদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।

এই ক্লাব হবে তাদের স্বপ্ন পূরণের সোপান। এই উদ্যোগ নিঃসন্দেহে তেঁতুলিয়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। সময়ের সঙ্গে সঙ্গে এই ক্লাব স্থানীয় ও জাতীয় পর্যায়ে আলো ছড়াবে বলে প্রত্যাশা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজার আরও জিম্মি মারা যেতে পারে: ট্রাম্প
আফগানিস্তানে ভূমিকম্প পরবর্তী কম্পনে আবারও বহু মানুষ আহত
পর্তুগালে ফিউনিকুলার দুর্ঘটনায় ১১ বিদেশিসহ নিহত ১৬
খাগড়াছড়িতে আজিমুশশান জশনে জুলুস অনুষ্ঠিত
সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
পঞ্চগড়ে মহিলা দলের মতবিনিময় সভা
মির্জা ফখরুলের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় পার্টির অফিসে হামলার ঘটনায় বিএনপির নিন্দা ও প্রতিবাদ
দিনাজপুরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন চাষ
কুড়িগ্রাম সীমান্তে মাদকসহ এক কারবারি আটক
১০