ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে চিকিৎসা সহায়তা

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৬
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হাতে অনুদানের চেক তুলে। ছবি : বাসস

ফেনী, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে বিগত  জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. বাতেন।

এসময় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্দোলনে আহত ও চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাহেদুল ইসলাম, আনোয়ারুল আজিম, মো. নাহিদুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে জেলায় আহতদের তালিকায় ৩৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে মোট দুই লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক : সুপ্রদীপ চাকমা
প্রধান উপদেষ্টার সাত দফা প্রস্তাব: রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন
গান পাউডারসহ আওয়ামী লীগ কর্মী গ্রেফতার 
প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ নীতি বিষয়ক কর্মশালা
বাংলাদেশ ব্যাংককে পূর্ণ স্বাধীনতা প্রদানের আহ্বান বিশেষজ্ঞদের 
ট্রাম্পের পরিকল্পনার প্রেক্ষিতে গাজায় সহায়তা বাড়াতে প্রস্তুত জাতিসংঘ
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ডিএমপিতে ২২০৮ মামলা
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে যৌথভাবে শীর্ষে নিয়াজ ও ফাহাদ
নির্বাচনে বাধা সৃষ্টিকারীদের জনগণ প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন আহমেদ
ব্র্যাক, ইউসিবি ও ট্রাস্ট ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ড অনুমোদন করল বিএসইসি
১০