ফেনীতে গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে চিকিৎসা সহায়তা

বাসস
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৮:২৬
ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের হাতে অনুদানের চেক তুলে। ছবি : বাসস

ফেনী, ২১ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ তারুণ্যের উৎসব উপলক্ষে বিগত  জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানে আহত ১৭ জনকে মোট দুই লাখ পাঁচ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আহতদের হাতে অনুদানের চেক তুলে দেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী গোলাম মো. বাতেন।

এসময় জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্দোলনে আহত ও চিকিৎসা পরিস্থিতি নিয়ে কথা বলেন সাহেদুল ইসলাম, আনোয়ারুল আজিম, মো. নাহিদুর রহমান প্রমুখ।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সরকারের পাশাপাশি স্থানীয় পর্যায়েও সহযোগিতা করা হয়েছে। ইতিমধ্যে জেলায় আহতদের তালিকায় ৩৩৬ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে ১৭ জনকে চিকিৎসা সহায়তা হিসাবে মোট দুই লাখ পাঁচ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভিয়েতনামে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে : মাসুদ সাঈদী
উজবেকিস্তানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেল : সালাহউদ্দিন আহমেদ
‘জুলাই সনদ’ চূড়ান্ত পর্যায়ে রয়েছে : প্রধান উপদেষ্টা
সিলেটে নানা আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন
ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর ঐক্যের দিকে এগিয়ে যেতে হবে:  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
দীর্ঘ ১৬ বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ৫ আগস্ট : ড. মঈন খান
ক্যাম্পাসগুলো বন্ধের পর আন্দোলনের প্ল্যাটফর্ম হয়ে উঠে পুরো বাংলাদেশ : আসিফ মাহমুদ
কিছু মানুষ ও চিহ্নিত রাজনৈতিক দল ছাড়া সকলেই জুলাই মুক্তিযোদ্ধা : আব্দুল্লাহ তাহের
১০