শিরোনাম
রংপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে রংপুরে বিভাগীয় পর্যায়ে অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রংপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম প্রতিযোগিতার উদ্বোধন করেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এর সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতা আয়োজন করে।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা উচিত। খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ ও ঐক্যবোধ জাগ্রত করে।
অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিযোগিতায় সবাই জয়ী হতে পারে না। অংশগ্রহণই বড় বিষয়। বন্ধুত্বপূর্ণ মনোভাব বজায় রেখে খেলোয়াড়গণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এই প্রতিযোগিতায় রংপুর বিভাগের আট জেলার অ্যাথলেটরা ১৮টি ইভেন্টে অংশ নিয়েছে।