চট্টগ্রামে আরচ্যারি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৭ আপডেট: : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০১
চট্টগ্রামে আরচ্যারী প্রতিযোগিতা অনুষ্ঠিত -ছবি : বাসস

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এ প্রতিপাদ্যে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় ৮ম ভেন্যু হিসেবে চট্টগ্রামে আজ অনুষ্ঠিত হয়েছে আরচ্যারি প্রতিযোগিতা।

এম এ আজিজ আউটার স্টেডিয়ামে সকালে আরচ্যারি র‌্যালি দিয়ে কার্যক্রম শুরু হয়। চট্টগ্রামের সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য আরচ্যারী র‌্যালি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে

এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শেষ হয়। এরপর ধারাবাহিকভাবে পিঠা উৎসব, আরচ্যারি প্রতিযোগিতা ও স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারুণ্যের উৎসবের দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রশিক্ষণ ও আরচ্যারী উন্নয়ন সাব-কমিটির আহ্বায়ক এবং তারুণ্যের উৎসব-২০২৫ আরচ্যারি প্রোগ্রামের প্রধান সমন্বয়কারী মো: ফারুক ঢালী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি আ ন ম ওয়াহিদ দুলাল, বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ লুৎফুল করিম সোহেল ও ব্যারিস্টার শাহবাজ মুনতাসির চৌধুরী এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী।

চট্টগ্রাম জেলায় অনুষ্ঠিত আরচ্যারি টুর্নামেন্টে অংশগ্রহণকারী ১৭ জন আরচ্যারের মধ্যে রিকার্ভ একক ইভেন্টে লিটন স্বর্ণ, তামিম রৌপ্য ও আদনান ব্রোঞ্জ পদক লাভ করেন।

তারুণ্যের উৎসব-২০২৫ এর আরচ্যারি কর্মসূচি পর্যায়ক্রমে নীলফামারী, ফরিদপুর, গাজীপুরের টঙ্গিস্থ আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র, নাটোরের খুবজীপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজশাহী ও চট্টগ্রামসহ ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। আরচ্যারি কর্মসূচির চূড়ান্ত পর্ব ঢাকার পল্টন ময়দানে আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০