পাবিপ্রবিতে ‘শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৮ আপডেট: : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৬
পাবিপ্রবিতে ‘শহীদ জাহিদ ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু -ছবি : বাসস

ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পাবনায় শহিদ জাহিদুল ইসলামের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)  আয়োজিত ‘শহিদ জাহিদ স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’ আজ শুরু হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট জাহিদুল ইসলাম (১৯) শহিদ হন। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন তিনি।

কেন্দ্রীয় খেলার মাঠে  আজ ‘শহিদ জাহিদ স্মৃতি আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট’ উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল-আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুল আওয়াল বলেন, জীবনে ভালো কিছু করতে হলে ডিটারমাইন্ড হওয়া এবং সেভাবে গড়ে তুলতে হবে। খেলাকে খেলা হিসেবে দেখে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোন বিশৃঙ্খলা করা যাবেনা, বন্ধুত্ব বজায় রাখা এবং পরাজয়কে সানন্দে গ্রহণ করতে হবে। পূর্বের সকল আন্দোলনের মতো জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতিকে সংরক্ষণ করতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যায়ক্রমে সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগের ২১টি দল অংশগ্রহণ করছে। ২২ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অর্থনীতি বিভাগ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপে বসবে ইসি
চট্টগ্রামে অস্ত্র ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেফতার
পি কে হালদারের সহযোগী তাজবির কারাগারে
বাংলাদেশের লক্ষ্য আফগানিস্তানকে হোয়াইটওয়াশ
ফেনীর মমারিজপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন 
পিরোজপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি
জীবিত কিংবদন্তিদের নিয়েও কাজ চলছে : সংস্কৃতি উপদেষ্টা
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
ট্রাম্পের গাজা পরিকল্পনা অধ্যয়নের জন্য আরো সময় প্রয়োজন : হামাস 
মাদারীপুরে উৎসবমুখর পরিবেশ ভেলাবাইচ অনুষ্ঠিত
১০