স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ

বাসস
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৬ আপডেট: : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৪
স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ -ছবি : বাংলাদেশ দাবা ফেডারেশন

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্কুল দলগত র‌্যাপিড দাবা প্রতিযোগিতায় ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।

৫ খেলায় ১০ পয়েন্ট পেয়ে শিরোপা জিতে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।

প্রথম রাউন্ডে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ ৩.৫-০.৫ গেম পয়েন্টে ঢাকা রেসিডেন্টশিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে, দ্বিতীয় রাউন্ডে ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (গার্লসকে), তৃতীয় রাউন্ডে ৩-১ গেম পয়েন্টে উদয়ন বিদ্যালয়কে, চতুর্থ রাউন্ডে ৪-০ গেম পয়েন্টে চট্টগ্রাম কলিজিয়েট স্কুলকে এবং পঞ্চম রাউন্ডে ৩.৫-০.৫ গেম পয়েন্টে আজমদী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজকে হারায়।

সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ (ওপেন) দলের হয়ে অংশ নেন সাফায়েত কিবরিয়া আজান, রায়ান রশিদ মুগ্ধ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, মুহতাদি তাজওয়ার নাশিদ ও আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ।

ওপেন বিভাগে ৭ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয় আজমদী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। আজমদীর হয়ে কাজী ওবায়দুর রহমান আরিয়ান, আবু বকর সিদ্দীক, আনাহিদ আশরাফ, এ এস এম মাসরুর জামান ও আসওয়াত সিকতো অংশ নেন।

৬ পয়েন্ট পেয়ে তৃতীয় হন সানিডেল (গ্রিন)।

বালিকা বিভাগে ৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ। এই দলের হয়ে অংশ নেন তাজমিন জাকারিয়া, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী, জোয়েনা মেহবিশ, সিদরাতুল মুনতাহা ও রায়িহা আফসিন।

বালিকা বিভাগে আগামী চেস গিল্ড ৬ পয়েন্ট নিয়ে রানার্স-আপ ও সোহাগ স্বপ্নধারা পাঠশালা-সি ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়।

আগামী চেস গিল্ড সুইচের হয়ে আয়েশা আক্তার হাবিবা, তানজিলা আক্তার, সুরাইয়া আক্তার, জিনাত আক্তার শাহনাজ অংশ নেয়।

৫ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ ইভেন্টে ঢাকা, চটগ্রাম ও বরিশাল এর ১৫ টি স্কুল দাবা দল অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০