বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭
তরুণ-প্রবীণদের অংশগ্রহণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত -ছবি : বাসস

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে তরুণ-প্রবীণদের অংশগ্রহণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের মিঠাপুকুরে বেলা ১১টায় শুরু হওয়া এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। 

১৪টি ইভেন্টের এ প্রতিযোগিতায় শতাধিক সাঁতারু অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা, অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা, উন্মুক্ত পুরুষ-মহিলা, পঞ্চাশোর্ধ বয়স্কদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে খুশি সাঁতারুরা।

সাঁতারু মো. সিয়াম খান বলেন, দীর্ঘদিন পর বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহন করতে পেরে আমরা খুশি। আমাদের অনেক সতীর্থ প্রতিযোগিতায়  অংশ নিয়েছে। মাঝে মাঝে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হলে  কিশোর ও যুবকরা মাদক থেকে দূরে থাকবে।

পঞ্চাশোর্ধ সাঁতারু মো. ইউসুফ বলেন, ছোট বেলায় অনেকবার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। অনেক পুরুস্কার পেয়েছি। আজ আবারও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। পঞ্চাশোর্ধ ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছি। এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার তারেক রহমান, লাবন্য ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ। 

ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, এই সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে বাগেরহাটে তারুণ্যের উৎসব শেষ হল বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।

তিনি বলেন,  ৩০ ডিসেম্বর শুরু হওয়া তারুণ্যের উৎসব উপলক্ষে জেলায় ২৯টি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে।

সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে বাগেরহাটে এই উৎসব শেষ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফাহাদের বোলিং ও আবরারের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল যুবারা
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি আব্দুল হাকিম
তাইজুল-নাইমের বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শুরু 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
নারী খতনা রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ডব্লিউএইচও
হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 
কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা
সিলেটে আইনগত সহায়তা দিবস পালিত
১০