বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৭
তরুণ-প্রবীণদের অংশগ্রহণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত -ছবি : বাসস

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে তরুণ-প্রবীণদের অংশগ্রহণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের মিঠাপুকুরে বেলা ১১টায় শুরু হওয়া এ সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। 

১৪টি ইভেন্টের এ প্রতিযোগিতায় শতাধিক সাঁতারু অংশগ্রহণ করেন। অনূর্ধ্ব-১৪ বালক-বালিকা, অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা, উন্মুক্ত পুরুষ-মহিলা, পঞ্চাশোর্ধ বয়স্কদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর এ ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পেরে খুশি সাঁতারুরা।

সাঁতারু মো. সিয়াম খান বলেন, দীর্ঘদিন পর বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহন করতে পেরে আমরা খুশি। আমাদের অনেক সতীর্থ প্রতিযোগিতায়  অংশ নিয়েছে। মাঝে মাঝে এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা হলে  কিশোর ও যুবকরা মাদক থেকে দূরে থাকবে।

পঞ্চাশোর্ধ সাঁতারু মো. ইউসুফ বলেন, ছোট বেলায় অনেকবার সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। অনেক পুরুস্কার পেয়েছি। আজ আবারও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। পঞ্চাশোর্ধ ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছি। এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভাল লাগছে।

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার তারেক রহমান, লাবন্য ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ। 

ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, এই সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে বাগেরহাটে তারুণ্যের উৎসব শেষ হল বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ।

তিনি বলেন,  ৩০ ডিসেম্বর শুরু হওয়া তারুণ্যের উৎসব উপলক্ষে জেলায় ২৯টি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন, জেলা পুলিশ, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর, বিভিন্ন প্রতিষ্ঠান নানা আয়োজন করেছে।

সাঁতার প্রতিযোগিতার মাধ্যমে বাগেরহাটে এই উৎসব শেষ হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মীরসরাইয়ে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির নেতারা
লেবাননের ভেতরে দেয়াল নির্মাণ করেছে ইসরাইল : জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
কপ৩০ জলবায়ু সম্মেলনের প্রবেশপথ অবরোধ করল আদিবাসী বিক্ষোভকারীরা
আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক
শেখ হাসিনা দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন : ডা. জাহিদ
সিলেটে হত্যা মামলার আসামি গ্রেফতার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ জন রাজধানীতে গ্রেফতার 
রাঙ্গামাটিতে দুই দিনব্যাপী পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন
লুক্সেমবার্গের গ্র্যান্ড ডিউকের কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
১০