নারীদের রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে পর্দা নামলো যুব উৎসবের

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪২ আপডেট: : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২২

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : রেকর্ড সংখ্যক নারীর অংশগ্রহণে ‘আসুন দেশ বদলাই, আসুন পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী বাংলাদেশের যুব উৎসব-২০২৫ বুধবার শেষ হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণীদের এই বিশেষ পরিবর্তন ছিল চোখে পড়ার মতন। এই উৎসবে ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, ভলিবল এবং বাস্কেটবলসহ বিভিন্ন ধরণের খেলায় নারীরা অংশগ্রহণ করেছেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশজুড়ে কমপক্ষে ২ লাখ ৭৪ হাজার নারী ও তরুণী ২ হাজার ৯৩১টি ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  বিভিন্ন ইভেন্টে সর্বমোট ম্যাচের মধ্যে কমপক্ষে ৮৫৫টি ছিল ফুটবল ম্যাচ এবং এগুলোর মধ্যে কিছু অনুষ্ঠিত হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত এত বেশি নারী এর আগে কখনও এত বিপুল সংখ্যক ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করেননি।

অন্তর্বর্তী সরকার এবং স্থানীয় কর্তৃৃপক্ষ দেশের ৫শর বেশি গ্রামীণ উপজেলা শহরে নারীদের ক্রীড়া ইভেন্টগুলো ব্যাপক উদ্দীপনার সাথে আয়োজন করে, যেখানে হাজার-হাজার দর্শক উৎসবমুখর পরিবেশে এই ম্যাচগুলো দেখেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এই ইতিবাচক বাস্তবতা সত্ত্বেও কিছু কিছু সংবাদমাধ্যম এমন খবর প্রচার করে, দেশে নারী ফুটবল আক্রমণের শিকার হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশজুড়ে অনুষ্ঠিত শত শত নারী ফুটবল ম্যাচের মধ্যে স্থানীয়ভাবে  আয়োজিত  মাত্র তিনটি মাদরাসা শিক্ষার্থীসহ স্থানীয় জনগণের কারণে ব্যাহত হয়েছে।

অন্তর্বর্তী সরকার পুলিশকে এই ঘটনা তদন্তের জন্য নির্দেশ দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আয়োজকরা দর্শকদের ম্যাচ দেখতে বাধা দেওয়ার জন্য অস্থায়ী ব্যারিকেড তৈরি এবং টিকিটের জন্য টাকা আদায় করার জন্য দু’টি ম্যাচ বন্ধ করা হয়।

বন্ধ হয়ে যাওয়া ম্যাচগুলোর মধ্যে পরবর্তী সময়ে শত শত দর্শকের উপস্থিতিতে  একটি  অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ বন্ধ হয়ে যাওয়া অন্য দু’টি শহরের স্থানীয়দের সাথে প্রশাসনের  আলোচনার পর নারীদের ফুটবল খেলার ব্যাপারে কোনও আপত্তি নেই বলে জানিয়েছে স্থানীয় জনগণ। বন্ধ হওয়া ম্যাচগুলো পুনরায় আয়োজন করা যেতে পারে।
তিনটি ম্যাচ স্থগিত করা দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশের নারী অধিকার যে হুমকির মুখে তা বাস্তব নয়। অন্তর্বর্তী সরকার নিজেই বাংলাদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমুন্নত রাখতে অঙ্গীকারাবদ্ধ।

কিন্তু অধিকতর গুরুত্বপূর্ণ বিষয হচ্ছে- নারী ক্রীড়াবিদদের রেকর্ড অংশগ্রহণ এবং তাদের উৎসাহিত করতে হাজার হাজার দর্শকের উপস্থিতি ২০২৫ সালে বাংলাদেশের সমাজে নারীর অধিকারের প্রতি সমর্থনেেরই সাক্ষ্য বহন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি আব্দুল হাকিম
তাইজুল-নাইমের বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শুরু 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
নারী খতনা রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ডব্লিউএইচও
হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 
কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা
সিলেটে আইনগত সহায়তা দিবস পালিত
চিন্তা ও উদ্ভাবনের আলোকে ভাষা ও সাহিত্য সমৃদ্ধ করা যায়: বাংলা একাডেমি মহাপরিচালক
১০