অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা রাজশাহী-রংপুর বিভাগে চ্যাম্পিয়ন পঞ্চগড় জেলা দল

বাসস
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২২
জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতা রাজশাহী-রংপুর বিভাগে চ্যাম্পিয়ন পঞ্চগড় জেলা দল -ছবি : বাসস

ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তথা জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং জায়ান্ট গ্রুপ ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এর যৌথ পৃষ্ঠপোষকতায় ‘তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-২৩ জাতীয় যুব ভলিবল প্রতিযোগিতায় রাজশাহী ও রংপুর বিভাগের  ফাইনাল খেলা আজ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পঞ্চগড় ২-০ সেটে দিনাজপুর এবং দ্বিতীয় সেমিফাইনালে বগুড়া ২-০ সেটে রাজশাহী জেলা দলকে  পরাজিত করে। 

ফাইনাল ম্যাচে বগুড়া জেলা দলকে ৩-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পঞ্চগড় জেলা।

সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পি.এম ইমরুল কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশন সহ-সভাপতি ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহেদি,  বাংলাদেশ ভলিবল ফেডারেশন সহ-সভাপতি মাসুদুল আলম মাসুদ, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য মো. সোহেল রানা, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সদস্য আমিরুল হোসেন আপন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল মোহাম্মদ মঈন উদ্দিন।

আঞ্চলিক পর্ব শেষে ৪টি জোনের চ্যাম্পিয়ন, রানার্স-আপসহ মোট ৮টি জেলা ভলিবল দল আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পল্টন ময়দানে মূল পর্বে অংশগ্রহণ করবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিশাল জয়: ভিপি সাদিক, জিএস ফরহাদ, এজিএস মহিউদ্দিন
কাতারে হামলার জন্য নেতানিয়াহুর ওপর অসন্তুষ্ট ট্রাম্প
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
মার্কিন-ভারত বাণিজ্য আলোচনা অব্যাহত রয়েছে: ট্রাম্প
ধর্ষণের পরে হত্যা দাবি করে মিথ্যা স্ক্রিপ্টেড ভিডিও শনাক্ত বাংলাফ্যাক্টের
চীন সফরে যাচ্ছে মার্কিন আইন প্রণেতাদের প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রে আটক কর্মীদের ফিরিয়ে আনতে বিমান পাঠাচ্ছে দ. কোরিয়া
আওয়ামী আমলের ভিডিওকে সাম্প্রতিক বলে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
আগামী জাতীয় নির্বাচনে নারীরা বেশি ভোট দেবে: আফরোজা খানম
গাইবান্ধার গিদারীকে পরিবেশবান্ধব ইউনিয়ন ঘোষণা 
১০