দিনাজপুর সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৬
‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে দিনাজপুর সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা শুরু -ছবি : বাসস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে দিনাজপুর সেন্ট ফিলিপস্ স্কুল এন্ড কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড-এর চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে আজ দুপুরে দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহা. তৌহিদুল ইসলাম বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থী- তরুণেরা এদেশের গৌরব বয়ে এনেছে। তরুণদের প্রতিভা বিকাশে সংস্কৃতি চর্চার গুরুত্ব অপরিসীম। সুস্থ সংস্কৃতিচর্চা মানুষকে উদারতা শেখায়, সবার সাথে মিশতে শেখায়, সৃজনশীলতা তৈরি করে শিক্ষার্থীদের আনন্দে মাতিয়ে রাখে। সমাজে ইতিবাচক ভূমিকা রাখার মতো কাজে শিক্ষার্থী তরুণদের উজ্জীবিত করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকান্ড ও খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। তবেই দেশের তরুণদের বলিষ্ঠ সম্পদে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকবে। নতুন প্রজন্ম আগামী দিনের দেশের পরিচালনার দায়িত্ব নেবে। 

দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মোছা. সামছুন নেহার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যান-এর একান্ত সচিব মো. নাসিমউজ জামান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহবায়ক শিক্ষক সুশিলা টুডু, সহকারী শিক্ষক হেনরী বুলবুল সিকদার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার বিকাশ বার্নাড কস্তা সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সন্ধ্যা পিউরিফিকেশন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ জ্বালিয়ে তিন দিনব্যাপী বার্ষিক শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এরপর শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০